কোচ রূপে 'কলঙ্ক' গম্ভীর, এশিয়া কাপেই আবারও করলেন প্রমাণ !! 1

গত বছর ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC) চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরই ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্বে আসেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি ৩ ফরম্যাটেই ইতিমধ্যে একাধিক পরিবর্তন ঘটিয়ে রীতিমতো চমক দিয়েছেন। তার তত্ত্বাবধানে সাম্প্রতিক সময় ভারতীয় টেস্ট দল নতুন রূপ পেয়েছে। লাল বলের ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে এসেছেন শুভমান গিল (Shubman Gill)। এবার এশিয়া কাপেও (Asia Cup 2025) ভারতীয় একাদশে রীতিমতো চমক দিয়েছেন গম্ভীর। কিন্তু তার জন্যেই এবার তারকা ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে যেতে চলেছে।

Read More: Asia Cup 2025 BAN vs SL Match Preview: শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া টাইগাররা !!

খামখেয়ালী ভাবনা গম্ভীরের-

ভারতীয় দল
Sanju Samson | Image: Getty Images

সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে থাকার পর শুভমান গিল (Shubman Gill) আবারও টি-টোয়েন্টি দলে কামব্যাক করেছেন। চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) সহ অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। এইসঙ্গে তাকে ওপেনার হিসেবে মাঠে নামতে দেখা যাচ্ছে। ফলে এই জায়গায় নিজের স্থান হারিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ পাননি। তবে তাকে লোয়ার অর্ডারে ব্যাটিং করতে দেখা যাবে।

এই বিষয়ে ব্যাটিং কোচ সিতাংশু কোটাকের গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এসেছে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “আমরা পরিস্থিতি অনুযায়ী একাদশ তৈরি করবো। কোনো ব্যক্তিগত পছন্দ-অপছন্দের জায়গা এখানে নেই। আমাদের ১৫ জন ক্রিকেটারই একাদশে থাকার যোগ্য। তবে সঞ্জু স্যামসন (Sanju Samson) ৫-৬ নম্বরেই ব্যাটিং করবেন। তিনি নতুন চ্যালেঞ্জ নিতে পেরে উৎসাহিত।”

সঞ্জুর জন্য বড়ো চ্যালেঞ্জ-

Sanju Samson, এশিয়া কাপ
Sanju Samson | Image: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর ভারতের ২০ ওভারের দলে একাধিক পরিবর্তন ঘটেছে। সাম্প্রতিক সময় ওপেনার হিসেবে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) এই ফরম্যাটে জাতীয় দলে ওপেনিং করতে দেখা গিয়েছিল। দুজনেই দলের জন্য একাধিক সাফল্য এনে দিয়েছেন। সঞ্জু গত বছর কুড়ি ওভারের ক্রিকেটে দেশের হয়ে তিনটি দুরন্ত শতরান গড়েছিলেন।

এখনও পর্যন্ত এই তারকা ৪৩ টি টি-টোয়েন্টি ম্যাচে এখনও পর্যন্ত ৮৬১ রান সংগ্রহ করেছেন। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো ক্যারিয়ার শুরু করলেও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জন্য বড়ো পরিবর্তন ঘটতে চলেছে এই তারকা ক্রিকেটারের। উন্নতির বদলে ব্যাটিং অর্ডারে তাকে নিজের পছন্দের স্থান থেকে সরিয়ে গম্ভীর ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতীয় দলের প্রধান কোচের সিদ্ধান্তের জন্যেই সঞ্জুর ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Read Also: TOP 3: রবিবারের ভারত-পাক ম্যাচ মাতাতে পারে এই তিন দুর্ধর্ষ জুটি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *