গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রধান কোচ হিসেবে আসার পর থেকেই বিভিন্ন কারণে আলোচনায় রয়েছেন। তার হাত ধরে ভারতীয় দলে ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। কিন্তু এই পরিবর্তন ভারতীয় টেস্ট দলের দুর্দশা ঘোচাতে পারেনি। গত বছর নিউজিল্যান্ড (India vs Newzealand Test Series) রোহিত শর্মাদের (Rohit Sharma) টেস্ট সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল। এবার সাম্প্রতিক সময় দক্ষিণ আফ্রিকা (India vs South Africa Test Series) ভারতের মাটিতেই ব্লু ব্রিগেডদের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে দৃষ্টান্ত তৈরি করেছে। ফলে স্বাভাবিকভাবেই গম্ভীরের ভূমিকা সমালোচনার মুখে পড়ে। এবার প্রোটিয়াদের বিপক্ষে ওডিআই সিরিজে ভারতীয় দল কামব্যাক করার পর সাংবাদিকদের জবাব দিলেন গৌতম গম্ভীর।
Read More: সিরিজ জয়ের পর মাঠের মধ্যে গম্ভীরকে পাত্তাই দিলেন না বিরাট কোহলি, ভিডিও ভাইরাল !!
ঘুরে দাঁড়াল ভারতীয় দল-

এই বছর অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে শুভমান গিলকে (Shubman Gill) নেতৃত্বের দায়িত্ব দাওয়া হয়েছিল। রোহিত শর্মাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। অজিদের বিপক্ষে ওডিআই সিরিজে ১-২ ব্যবধানে হারের সম্মুখীন হয়েছিল ব্লু ব্রিগেডরা। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ঋষভ পান্থদের (Rishabh Pant) হতাশাজনক ছবি সামনে উঠে আসে। ইডেন গার্ডেন্সে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দল ৩০ রানে হারের সম্মুখীন হয়।
এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্লু ব্রিগেডরা মাত্র ৯৩ রানে অল আউট হয়ে গিয়েছিল। এরপর আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ৪০৮ রানে বিশাল ব্যবধানে পরাজিত হয়ে সমালোচিত হয় কেএল রাহুলরা (KL Rahul)। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই হতাশাজনক পারফর্ম্যান্স করে ভারত। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজে ছবিটা বদলে দেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাট হাতে ৩ ম্যাচেই জ্বলে উঠেছিলেন এই তারকা। এর সঙ্গেই রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) বিশেষ নজর কাড়েন। ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের পকেটে করে ব্লু ব্রিগেডরা।
গৌতম গম্ভীরের স্পষ্ট বার্তা-

ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। তিনি ব্যাটিং অর্ডারে এবং একাদশে বারবার পরিবর্তন করে চমক দেওয়া হয়েছিল। যা খুব একটা কাজে আসেনি। এবার ওডিআই সিরিজ জয়ের পর ক্ষোভ প্রকাশ করলেন। তিনি সমালোচকদের স্পষ্ট বার্তা দেন। বলেন, “এই সব কথা উঠেছে তার কারণ আমরা সফলতা পাইনি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হল কোনো সংবাদমাধ্যমে সঠিক বিষয় তুলে ধরা হচ্ছে না।
এটা উল্লেখ করা হচ্ছে না যে প্রথম টেস্টে আমাদের অধিনায়ককে ছাড়াই খেলতে হয়েছিল। ম্যাচে ব্যবধান ছিল মাত্র ৩০ রান। সত্যটা বলতে হবে। আমরা শুধুমাত্র একজন অধিনায়ককে হারায়নি আমরা একজন সফল ব্যাটসম্যানকে হারিয়েছিলাম যিনি শেষ ৭ ম্যাচে এক হাজারের কাছাকাছি রান করেছেন। এই বিষয়টি নিয়ে কেউ কথা বলছে না। আমি কিছু বলি না মানে যে বলতে পারি না এটা নয়।”