“এটা তোমার শেষ ম্যাচ…” ক্যারিয়ার শেষ রোহিত শর্মার, গৌতম গম্ভীর করলেন কনফার্ম !! 1

ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নাস্তানাবুদ হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজটি পরিসমাপ্তি ঘটার পর এবার পালা টি-টোয়েন্টি সিরিজের। এই সিরিজে ভারতকে ২-১ ব্যাবধানে পরাস্ত করেছে অস্ট্রেলিয়া দল। ভারতীয় দলের কথা বলতে গেলে, প্রথম দুই ম্যাচেই সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া। যদিও, তৃতীয় ম্যাচে দুই কিংবদন্তি খেলোয়াড় রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) দৌলতে টিম ইন্ডিয়া দুর্দান্ত একটি জয় ছিনিয়ে নিয়েছিল। দুই খেলোয়াড় ছন্দ ফিরে পেলেও ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) তাদের বিদায়ী ম্যাচ নিয়েই ব্যস্ততা দেখাতে শুরু করে দিয়েছেন। সমাজ মাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে গম্ভীরকে রোহিত শর্মার বিদায়ী ম্যাচ নিয়ে বলতে শোনা যাচ্ছে।

রোহিতকে নিয়ে ভাইরাল গম্ভীরের ভিডিও

“এটা তোমার শেষ ম্যাচ…” ক্যারিয়ার শেষ রোহিত শর্মার, গৌতম গম্ভীর করলেন কনফার্ম !! 2
Rohit Sharma and Gautam Gambhir | Image: Getty Images

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা-কে ঘিরে তৈরি হয়েছে নতুন এক আলোচনা। সাম্প্রতিক এক ভিডিও সামাজিক মাধ্যমে বেশ জল্পনা তৈরি করেছে। ভিডিও প্রকাশ্যে আসতেই রোহিতের ওডিআই দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওর ঘটনাটির সূত্রপাত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘটা ভারতের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর। অ্যাডিলেডে অনুষ্ঠিত হওয়া ম্যাচের পর ভারতীয় দলের হোটলে রোহিত, গম্ভীর ও শুভমানের মধ্যে কথোপকথন শোনা যাচ্ছিল। সেই সময় উপস্থিত এক ভক্ত মোবাইলে সেই মুহূর্তটি রেকর্ড করেন।

ভিডিওর অডিও কিছুটা অস্পষ্ট হলেও, তিন জনকেই বেশ খোশমেজাজে দেখতে পাওয়া গিয়েছে। তবে, তারই মধ্যে গম্ভীরের একটি উক্তি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। হাসতে হাসতে গম্ভীরকে রোহিতকে বলতে শোনা যায় – “সবাই ভেবেছিল আজ তোমার বিদায়ী ম্যাচ, অন্তত একটা ছবি তো লাগাও।” গম্ভীর মজার ছলে কথাটি বললেও বিষয়টি নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছিল।

দারুন ফর্মে রয়েছেন রোহিত শর্মা

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Getty Images

অন্যদিকে, রোহিতের সাম্প্রতিক ফর্ম এই জল্পনাকে একেবারে উড়িয়ে দিয়েছে। পার্থে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র ৮ রান করে আউট হন রোহিত। তবে, দ্বিতীয় ম্যাচে কঠিন পরিস্থিতির মুখে ৭৩ রান বানান রোহিত এবং শেষ ম্যাচে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। রোহিতের সাথে বিরাটের ব্যাট থেকেও অপরাজিত ৭৪ রানের একটি ইনিংস দেখতে পাওয়া গিয়েছে। ভারতীয় দলকে সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে হবে। সেই সিরিজেই আবার ভারতীয় দলের জার্সিতে দেখতে পাওয়া যাবে দুজনকে।

Read Also: “২০২৭ বিশ্বকাপ রোহিত খেলবে..”, কোচের মন্তব্যে চাঞ্চল্য ভারতীয় ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *