গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় টেস্ট ক্রিকেটের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় টেস্ট ক্রিকেটে উন্নতির চেয়ে অবনতি বেশি হয়েছে। গম্ভীরের কোচিংয়ে ইংল্যান্ডের সফরের প্রথম ম্যাচ ধরে মোট ১১টি ম্যাচ খেলেছে। তবে, এই ১১ ম্যাচে ভারতের জয় এসেছে মাত্র ৩ ম্যাচে। ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে, এরপর ২০১৭ সালের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতকে। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৩৭১ রানের লক্ষমাত্রা দিয়েও সেটিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে ভারত। ভক্তদের থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা গৌতম গম্ভীরের কোচিংয়ের উপর প্রশ্ন তুলেছে।
নিউজিল্যান্ড সিরিজ থেকেই অতিরিক্ত বুদ্ধি লাগাচ্ছেন গম্ভীর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজ চলাকালীন প্রথম টেস্টে ব্যার্থ হয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। যার পর পরবর্তী দুই টেস্ট থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। এরপর আবার অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের একাধিক পরিবর্তন লক্ষ করা গিয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেরা ব্যাটসম্যান ছিলেন সরফরাজ খান তাকেই অস্ট্রেলিয়া সফরে একটি ম্যাচের জন্য ও খেলার সুযোগ দেননি গম্ভীর (Gautam Gambhir)। প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুলকে ওপেনিং করতে দেখতে পাওয়া গিয়েছিল। তবে, তিনে শুভমান গিলের বদলে দেবদত্ত পাড়িকালকে দেখতে পাওয়া গিয়েছিল শুভমানের বদলে। আবার কখনও রোহিত শর্মাকে মিডল অর্ডারে, কখনও ওপেনিং, রাহুলকে ওপেনিংয়ে আনা, শুভমানকে দল থেকে বার করা, অশ্বিনকে গ্রীন টপ উইকেটে দলে শামিল করা থেকে শুরু করে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন গম্ভীর।
Read More: Gautam Gambhir: গম্ভীরের টিমে এক ম্যাচে ব্যর্থ মানেই বাদ! একাদশে ছেলেখেলায় টেস্ট ভরাডুবির চাঞ্চল্যকর তথ্য !!
গম্ভীরের এই সিদ্ধান্তকে কোনো ভাবেই মেনে নিতে পারছে না ক্রিকেট ভক্তরা। সদ্য, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)। তারকা ব্যাটসম্যান অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখাচ্ছেন চলতি ইংল্যান্ড সিরিজে, তবে এই সিরিজেও ক্যাপ্টেন-কোচের যুগলবন্দীতে ভুল একাদশ নির্বাচন করা হচ্ছে দুই টেস্টেই। অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত ছন্দে থাকা নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) বদলে প্রথম টেস্টে শার্দূল ঠাকুরকে সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। যা ছিল চরম বোকামি, এমনকি ঘরোয়া ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করা করুণ নায়ারকে (Karun Nair) লোয়ার মিডল অর্ডারে পাঠিয়ে দলের ভারসাম্য আরো বেসামাল করেছিল গাম্ভীর (Gautam Gambhir)। এরপর আবার দ্বিতীয় টেস্টে ভুল সিদ্ধান্ত নেন গম্ভীর, দলে তিনটি পরিবর্তন আনেন।
গম্ভীরের ভুল সিদ্ধান্তে পস্তাতে হচ্ছে ভারতকে

এজবাস্টন যেটি ব্যাটসম্যানদের আঁতুরঘর, আর এই পিচেই জসপ্রীত বুনরাহের মতন বোলারকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন গম্ভীর। প্রথম ও দ্বিতীয় ম্যাচের মাঝে ৭ দিনের বিরতি থাকার করেও বুমরাহকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট যেখানে সিরিজে পিছিয়ে রয়েছে ভারত। এছাড়া, কুলদীপ যাদবের মতন তারকা স্পিনারকে এই টেস্টে না খেলানো একটি বাজে সিদ্ধান্ত বলেই মনে করছেন ক্রিকেট ভক্তরা। গম্ভীরের (Gautam Gambhir) টেস্ট ফরম্যাটে কোচিং নিয়ে একেবারেই খুশি হতে পারছে না ক্রিকেট ভক্তরা।