দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের দাপুটে জয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ভারত। ওয়ানডে সিরিজে এই দুর্ধর্ষ প্রত্যাবর্তনের পর সংবাদমাধ্যমের সামনে এসে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে জবাব দিলেন সেই সমালোচনাগুলিকে। মূলত ওডিআই সিরিজের আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্যাচে টেস্ট সিরিজ আয়োজিত হয়েছিল যেখানে ভারতীয় দলকে ২-০ ব্যবধানে দুরমুশ করেছিল দক্ষিণ আফ্রিকা দল। ভারতীয় দলের লজ্জা জনক পারফরম্যান্সের পর সমাজমাধ্যমে প্রধান কোচ গৌতম গাম্ভীর কে নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছিল।
অবশেষে মুখ খুললেন গৌতম গাম্ভীর

বিশেষ করে গম্ভীরের দল নির্বাচন ও পিচ নিয়েও বেশ বিতর্ক তৈরি হয়েছিল। অবশেষে ওডিআই সিরিজ জয়ের পর মুখ খুললেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গাম্ভীর। গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন, ভারত বর্তমানে রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তনের সময়ে অভিজ্ঞতার অভাব দলের ফলাফলে প্রভাব ফেলবে। পাশাপশি, তিনি এটাও মনে করিয়ে দেন যে, টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ভারত নেতৃত্বহীন হয়ে পড়ে। নিয়মিত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) চোটের কারণে দুই ইনিংসের কোনোটাতেই ব্যাট করতে পারেননি। মাত্র ৩০ রানে ম্যাচ হেরে যাওয়ার পরও দেশের মিডিয়া বা বিশ্লেষকদের কেউ এই গুরুত্বপূর্ণ তথ্যটি আলোচনায় আনেননি বলে ক্ষোভ প্রকাশ করেন গম্ভীর।
Read More:‘লিমিট ক্রস করো না..’, সিরিজ জয়ের পর প্রাক্তন IPL মালিককে নিশানা সাধলেন গৌতম গম্ভীর !!
মিডিয়াকে একহাত নিলেন গাম্ভীর

তার ভাষায়, “টেস্টের ফলাফল আমাদের পক্ষে যায়নি, তাই সমালোচনা হবে স্বাভাবিক। কিন্তু অবাক লাগে যখন দেখি কেউ এটা লিখছে না যে ভারত অধিনায়ক ছাড়া প্রথম ম্যাচ খেলেছে। আমরা প্রথম ম্যাচ মাত্র ৩০ রানে হেরেছিলাম আর দুই ইনিংসেই ইনফর্ম ব্যাটার ও ক্যাপ্টেন শুভমান গিল ব্যাটিং করেননি। যে ব্যাটার গত সাতটি টেস্টে প্রায় হাজার রান করেছে, তাকে ছাড়া মাঠে নামতে হয়েছে। আমি প্রেস কনফারেন্সে অজুহাত দিই না বলে কি সত্যিটা তুলে ধরা হবে না?”
গম্ভীর আরও বলেন, লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে এবং শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেতৃত্ব ছাড়াই লড়াই করা সহজ ছিল না। টেস্ট সিরিজে ভারতের এই হার গত ২৫ বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম। গত বছরেই নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দাপুটে জয়ের মাধ্যমে ভারত আবারও বিশ্ব ক্রিকেটে তাঁর ক্ষমতা পেশ করলো।