পাগলের মতো কোলে উঠে চিৎকার, গম্ভীরের ওভাল টেস্ট জয়ের বিরল উদযাপনের ভিডিও ভাইরাল !! 1

অনেক আগেই ভারতের সংস্কৃতির সঙ্গে মিশে গেছে ক্রিকেটের উন্মাদনা। ফলে বর্তমানে এটা শুধু খেলা নয় সমর্থকদের কাছে আবেগের আরেকটি প্রতিশব্দ হিসেবে উঠে এসেছে। সাদা বলের ক্রিকেটের সঙ্গে লাল বলের ক্রিকেটেও ভারতীয় দল এবার ঘুরে দাঁড়ালো। নতুন টেস্ট দলকে পিছন থেকে আত্মবিশ্বাস দিয়েছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এমনকি অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) মাঠে নেমে সামনে থেকে যে লড়াই করেছেন তার মূল কান্ডারী হলেন ভারতীয় দলের প্রধান কোচ। ফলে ওভাল টেস্টে জয়ের পর আর গম্ভীর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। তার উচ্ছ্বাসের সঙ্গে উদযাপনের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Read More: “নিজের উপর বিশ্বাস ছিলোই…” সিংহহৃদয় সিরাজ, হায়দ্রাবাদী পেসারের হাত ধরে ওভালে ‘মিরাক্‌ল’ ভারতের !!

আবেগে ভাসলেন গম্ভীর-

পাগলের মতো কোলে উঠে চিৎকার, গম্ভীরের ওভাল টেস্ট জয়ের বিরল উদযাপনের ভিডিও ভাইরাল !! 2
Gautam Gambhir | Images: Getty Images

সোমবার দিনের প্রথম থেকেই ভারত এবং ইংল্যান্ড (IND vs ENG) টেস্টের পরিস্থিতি ছিল উত্তেজনায় পরিপূর্ণ। বেন স্টোকসদের (Ben Stokes) এক সময় মাত্র ১৭ রান সংগ্রহ করতে হতো। তাদের হাতে ছিল দুটি উইকেট। এইরকম চাপের মুহুর্তে দাঁড়িয়ে ভরসা হয়ে ওঠেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তার বিধ্বংসী বোলিং নতুন রূপকথার জন্ম দেয়। এর ফলে শেষ পর্যন্ত শুভমান গিলরা (Shubman Gill) ৬ রানে জয় তুলে নিয়ে সিরিজ ২-২ ড্র করতে সক্ষম হয়। এরপরই ড্রেসিংরুমে গৌতম গম্ভীর (Gautam Gambhir) থেকে রয়্যান টেন দুশখ্যাতে (Ryan Ten Doeschate) সহ সমস্ত কোচিং স্টাফ নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি।

ভারতীয় দলের প্রধান কোচকে কোলে তুলে নেন দলের বোলিং কোচ‌। গৌতমের (Gautam Gambhir) চিৎকার সমর্থকদের উন্মাদনার মধ্যে মিশে গিয়ে অন্য মাত্র তৈরি করে। এইরকম বাঁধভাঙ্গা উদযাপনে কবে শেষ গম্ভীরকে মেতে উঠতে দেখা গেছে তা মনে করতে পারছেন না ক্রিকেট প্রেমীরা। আসলে ইংল্যান্ড বনাম ভারতের (IND vs ENG) টেস্ট সিরিজ লাল বলের ক্রিকেটের পুরনো উন্মাদনাকে আরও একবার পুনর্জীবিত করেছে। অন্যদিকে একের পর এক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে হারে অনেকটাই চাপের মধ্যে ছিলেন গম্ভীর। ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র হ‌ওয়ার পর তিনি সমস্ত সমালোচনার জবাব দিতে পেরেছেন বলে মনে করছেন ভক্তরা। “শেষ হাসি হাসলেন প্রধান কোচ..”, বলে তারা উল্লেখ করছেন সোশ্যাল মিডিয়ায়।

দেখুন সেই ভিডিওটি-

নতুন ইতিহাস লিখলো ভারত-

ind-vs-eng-5th-test-2025-match-report
IND vs ENG | Images: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) ছাড়া নতুন ভারতীয় টেস্ট দলের ওপর অনেক ক্রিকেট সমর্থক ভরসা করতে পারছিলেন না। তবে শুভমান গিল (Shubman Gill) হেডিংলেতে প্রথম টেস্ট ম্যাচ থেকেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচে ৫ উইকেটে হারের সম্মুখীন হয় ব্লু ব্রিগেডরা। এরপর দ্বিতীয় ম্যাচে এজবাস্টনে ভারতীয় টেস্ট অধিনায়ক ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে একের পর এক রেকর্ড ভেঙে দেন। তার ব্যাট থেকে এই ম্যাচে প্রথম ইনিংসে ২৬৯ রান‌ এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রান আসে।

ফলে ৩৩৬ রানে জয় তুলে নেয় ভারত। তবে লর্ডসে ইংল্যান্ড (IND vs ENG) শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে জয় ছিনিয়ে চৎপিছিয়ে পড়ে শুভমান গিলের দল। এই কারণে ম্যাঞ্চেস্টারে ম্যাচ ড্র হ‌ওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছিল। ফলে ওভালে টেস্ট ম্যাচটি জিততেই হতো শুভমান গিলদের (Shubman Gill)। উল্লেখ্য ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ৫ ম্যাচে ৭৫৪ রান তুলে নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক। এর সঙ্গেই ৫ ম্যাচে ২৩ উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

Read Also: মহম্মদ সিরাজের কারণে নয়, বরং এই জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে ‘ওভাল’ টেস্ট জিতলো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *