যোগ্য হয়েও পাত্তা দিচ্ছে না গৌতম গম্ভীর, ভরা যৌবনে শেষ অভিমন্যুর ক্যারিয়ার !! 1

Gautam Gambhir: শুরু হয়ে গিয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। গতকাল হেডিংলিতে প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। তবে, ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে সেঞ্চুরি জুড়ে দিয়ে কিংবদন্তিদের তালিকায় প্রবেশ করে গিয়েছেন তিনি। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেছিলেন সাই সুদর্শন (Sai Sudharsan)। ২৪ বছর বয়সী তামিলনাড়ুর এই ওপেনার ব্যাটসম্যান ভারতের হয়ে তিন নম্বরে ব্যাটিং করেছিলেন। তবে, সাই সুদর্শনের ব্যাট থেকে আসেনি কোনো রান।

চার বল খেলে ০ রান বানিয়ে প্যাভিলিয়ন ফিরতে হয়েছিল সাইকে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনের পরে আইপিএলের মঞ্চেও ফর্ম বজায় রেখেছিলেন তিনি। শুভমান ব্যাটিং করতে চারে নেমে আসায় এবার জাতীয় দলে সরাসরি এন্ট্রি নিয়ে নিয়েছিলেন তিনি। তবে প্রথম ম্যাচে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন তিনি। সুদর্শন ব্যর্থ হতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা এবং ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) আবার একবার নিশানা বানানো হয়েছে।

Read More: ৪,৪,৪,৪,৪,৪… ইংল্যান্ডের বিরুদ্ধে ঝড়ো ব্যাটিং অব্যহত যশস্বী জয়সওয়ালের, খেললেন ১০১ রানের ইনিংস !!

অভিমন্যুর ক্যারিয়ার শেষ করবেন গম্ভীর

ind vs aus, team india, gautam gambhir
Abhimanyu Easwaran | Image: Getty Images

এ বার ভারতীয় দলের আর এক তারকা খেলোয়াড়কে উপেক্ষা করছেন গৌতম। আসলে ভারতীয় দলের তারকা খেলোয়াড় অভিমুন্য ঈশ্বরনকে উপেক্ষা করছেন গম্ভীর। যোগ্য হওয়া সত্ত্বেও তাকে জাতীয় দল থেকে বিরত রাখছেন গৌতম। দীর্ঘ দিন ধরেই ভারতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছেন অভিমন্যু। এর আগে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে ছিলেন তিনি। তবে এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে অভিষেক করার সুযোগ পাননি তিনি। বারবার তাকে উপেক্ষা করা হচ্ছে এবার নেটিজেনরা গৌতম গাম্ভীরের কাছে ঈশ্বরণকে উপেক্ষা করার পিছনে বড় সওয়াল তুলেছে।

প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ (Mohammed Kaif) অভিমুন্য ঈশ্বরণকে সুযোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। অভিমন্যু ঘরোয়া ক্রিকেটে বেশ রান বানিয়েছেন। তিনি, ১০৩টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪৮.৭ গড়ে ৭৮৪১ রান বানিয়েছেন। সুযোগ পেলেও তিনি বড় রান বানাতে সক্ষম কারণ প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর নামে রয়েছে ২৭টি শতরান ও ৩১টি অর্ধশতরান। অভিমন্যুকে উপেক্ষা করে এভাবেই তার ক্যারিয়ার সমাপ্ত করবেন গৌতম গম্ভীর।

Read Also: Gautam Gambhir: গৌতম গম্ভীরের প্রিয় পাত্রের জন্য বরবাদ হচ্ছে কেএল রাহুলের ক্যারিয়ার, ইংল্যান্ডের বিপক্ষে একাদশে পাচ্ছেন না জায়গা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *