শেন ওয়াটসনের সঙ্গে সংঘর্ষ

২০১২ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে কেকেআর-এর ম্যাচ চলাকালীন সেন ওয়াটসনের (Shane Watson)। পাকিস্তানের বিরুদ্ধেই শুধু আগ্রাসী নন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও আগ্রাসন দেখাতেন গম্ভীর। ওয়াটসন অনবরত স্লেজিং করে যাচ্ছিলেন। গৌতম গম্ভীরও (Gautam Gambhir) পাল্টা জবাব দিতে কুণ্ঠিত হননি। কয়েক ওভারের মধ্যেই পরিস্থিতি এতটাই গরম হয়ে ওঠে যে আম্পায়ার এবং অন্য ক্রিকেটাররা এসে দুজনকে আলাদা করতে বাধ্য হন। তাছাড়াও, ২০০৮ সালের টেস্ট খেলা চলাকালীন, গৌতম গম্ভীর এবং সেন ওয়াটসনের মধ্যে কনুই মারামারির কান্ড হয়েছিল। গম্ভীর রান নিতে গিয়ে কনুই দিয়ে আঘাত করেছিলেন সেন ওয়াটসনকে।