শেষ মুহূর্তে বন্ধের পথে ভারত-পাক এশিয়া কাপের ম্যাচ, দেশকে এগিয়ে রাখছেন তারকারা !! 1

আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ দেখার জন্য অপেক্ষা করছেন লক্ষ্য লক্ষ্য ক্রিকেট ভক্ত। এই দুই চির প্রতিদ্বন্দ্বী দল যতবার একে অপরের মুখোমুখি হয়েছে ক্রিকেটের উন্মাদনা রেকর্ড তৈরি করেছে। ইতিমধ্যেই টুর্নামেন্টের জন্য দুই দেশ শক্তিশালী দল প্রকাশ করেছে।‌ কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে চলা রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতির অনেকটাই পরিবর্তন করেছে। এবার বিসিসিআইকে (BCCI) এই ম্যাচ বন্ধ করার জন্য লিখিতভাবে আবেদন করলেন কংগ্রেসের অন্যতম গৌরব গগৈ (Gaurav Gogoi)। এরপরই আসন্ন এই ম্যাচ আবারও এশিয়া কাপের আগে প্রশ্নের মুখে পড়েছে।

Read More: “MS ধোনিকে প্রশ্ন করব…” বিস্ফোরক মনোজ তিওয়ারি, বঙ্গতারকা কাঠগড়ায় তুললেন ‘ক্যাপ্টেন কুল’কে !!

এশিয়া কাপের মহারণ-

শেষ মুহূর্তে বন্ধের পথে ভারত-পাক এশিয়া কাপের ম্যাচ, দেশকে এগিয়ে রাখছেন তারকারা !! 2
IND vs PAK | Images: Getty Images

এই বছর ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সাধারণ পর্যটকদের ওপর নির্মমভাবে গুলি চালায় এক নিষিদ্ধ জঙ্গি সংগঠন। এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগাযোগ রয়েছে বলে খবর সামনে আসে। এরপরেই নিরীহ পর্যটকদের হত্যার বদলা হিসেবে ভারতীয় সেনাবাহিনীরা অপরেশন ‘সিঁদুর’ সংঘটিত করে। যার কারণে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। তাই আর ভারত এবং পাকিস্তান কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হবে না বলেই খবর সামনে এসেছিল।

দীর্ঘ আলোচনার পর এই বছরের এশিয়া কাপ (Asia Cup 2025) সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই টুর্নামেন্টের জন্য প্রকাশিত ক্রীড়াসূচি অনুযায়ী আসন্ন ১৪ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের (IND vs PAK) মধ্যে হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হ‌ওয়ার কথা রয়েছে। কিন্তু এই ম্যাচ আয়োজিত হলে অসংখ্য ভারতীয় ক্রিকেট ভক্ত বয়কট করবে বলে ইতিমধ্যেই জানিয়ে রেখেছে। ফলে তৈরি হয়েছে জটিলতা।

ম্যাচ বন্ধের জন্য আবেদন-

CT 2025
IND vs PAK | Images: Getty Images

এর মধ্যেই লোকসভার বিরোধী দলের অন্যতম মুখ গৌরব গগৈ (Gaurav Gogoi) সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি লিখে আসন্ন এশিয়া কাপ ২০২৫’এর ভারত বনাম পাকিস্তান (IND vs ENG) ম্যাচ বন্ধ করার জন্য আবেদন করেছেন। তিনি বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়াকে (Devajit Saikia) চিঠিতে লেখেন, “যদিও ক্রিকেট এক ধরনের বিনোদনমূলক খেলা যা মানুষের মনে আনন্দ আনে। কিন্তু বর্তমানে ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে জাতীয় স্বার্থের চেয়ে অন্য কিছুকে গুরুত্ব দেওয়া ঠিক নয়।

সীমান্তের উত্তেজনা এখনও অব্যাহত আছে। আমরা সকলেই আমাদের সেনাবাহিনীদের আত্মত্যাগ সম্পর্কে অবগত। এই রকম পরিস্থিতিতে পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত উল্লেখ করেছেন যে জল এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। ফলে এই রকম পরিস্থিতিতে দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজন ভারতীয় জনগণের অনুভূতিতে আঘাত করতে পারে।” ফলে চাপের মুখে দাঁড়িয়ে বিসিসিআই (BCCI) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতীয় তারকা ক্রিকেটার‌‌রাও দেশের স্বার্থকে এগিয়ে রেখে না খেলার সিদ্ধান্ত নিতে পারেন।

Read Also: সরে দাঁড়িয়েছে DREAM 11, টিম ইন্ডিয়ার স্পন্সর হওয়ার দৌড়ে এই প্রতিথযশা সংস্থা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *