bcci-to-snatch-power-given-to-gambhir

ভারতীয় দলের কোচ হিসেবে ২০১১-র ওডিআই বিশ্বকাপ জয়ের নজির গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। আইপিএলের (IPL) আঙিনাতেও সাফল্য পেয়েছেন গুজরাত টাইটান্সের (GT) হয়ে। ২০২২ সালে জিতেছিলেন ট্রফি। টি-২০ বিশ্বকাপের ঠিক আগে তাঁর হাতেই দলের রাশ তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সাদা বলের দুই ফর্ম্যাটে বাবর আজমদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা। ভারতীয় দলের হয়ে যে সাফল্য তিনি পেয়েছিলেন, তার ঠিটেফোঁটাও যদিও জোটে নি পাকিস্তানের হয়ে। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) মার্কিন যুক্তরাষ্ট্রের মত দ্বিতীয় সারির দলের কাছেও হারে পাকিস্তান। সাজঘরের অন্দরের ফাটল এসে পড়েছিলো প্রকাশ্যে। ক্ষুব্ধ কার্স্টেনের সাথে ক্রিকেট তারকাদের সম্পর্কের অবনতিও হয়েছিলো বলে মেলে খবর।

Read More: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতেই ছাঁটাই হলেন গম্ভীর, রাহুল দ্রাবিড়ের পরম বন্ধু বসলেন কোচের আসনে !!

ছয় মাসের মধ্যেই সরলেন কার্স্টেন-

Gary Kirsten | কোচ | Image: Getty Images
Gary Kirsten | Image: Getty Images

গত এপ্রিল মাসে দায়িত্ব নিয়েছিলেন গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকান তারকা। দিনকয়েক আগেই নয়া নির্বাচক কমিটি নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে রয়েছেন আকিব জাভেদ (Aaqib Javed), আলিম দার (Aleem Dar), আজহার আলি (Azhar Ali), আসাদ শফিক (Assad Shafiq), হাসান চিমা’রা (Hassan Cheema)। দল নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব তাঁদের কাঁধে ন্যস্ত করা হয়েছিলো। স্কোয়াড বাছাইয়ের ক্ষেত্রে কোচেদের মতামত দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়ার পথে হেঁটেছিলো পিসিবি। যা ক্ষোভ বাড়িয়েছিলো কার্স্টেনের (Gary Kirsten)। তাঁর সরে দাঁড়ানোর নেপথ্যে এটাই অন্যতম কারণ বলে মনে করছে ক্রিকেটমহল।

দল নির্বাচনের ক্ষেত্রে মতামত দানের ক্ষমতা হারানোয় বিরক্ত টেস্ট কোচ জেসন গিলেসপি’ও (Jason Gillespie)। অজি প্রাক্তনীও প্রকাশ্যে জানিয়েছেন যে, “আমি এখন কেবল ম্যাচ ডে অ্যানালিস্ট হয়ে পড়েছি। এই ভূমিকার জন্য আমি আবেদন করি নি।” ইএসপিএন ক্রিকইনফো সূত্রে খবর মিলেছে যে পিসিবি’র আচরণে ‘আহত’ হয়েই তড়িঘড়ি সরে দাঁড়িয়েছেন কার্স্টেন (Gary Kirsten)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের আগে দল নির্বাচন ও সীমিত ওভারের ফর্ম্যাটে নয়া অধিনায়ক বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গি বোর্ডের সামনে তুলে ধরতে চেয়েছিলেন প্রোটিয়া প্রাক্তনী। কিন্তু তা শোনার প্রয়োজন মনে করে নি পাক বোর্ড।

দুই পক্ষের এই দড়ি টানাটানিতেই দল ঘোষণা ও অধিনায়ক চয়নে অনেক দেরী হয় বলে মিলেছে খবর। শেষমেশ যখন নেতা হিসেবে মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan) ও সহ-অধিনায়ক হিসেবে অলরাউন্ডার সলমন আলি আঘা’র (Salman Ali Agha) নাম ঘোষণা করা হয় তখন বোর্ড প্রধান মহসীন নকভির (Mohsin Naqvi) সাথে সংশ্লিষ্ট দুই ক্রিকেটার ছাড়া উপস্থিত ছিলেন কেবল নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ (Aaqib Javed)। কার্স্টেন সেই সময় পাকিস্তানেই ছিলেন না বলে খবর। এখনও পর্যন্ত সদ্যবিদায়ী কোচ কোনো বিবৃত জারি করেন নি। তবে পিসিবি’র কর্মকাণ্ডে তিনি যে যথেষ্ট বিরক্ত ছিলেন তা দিনের আলোর মত পরিষ্কার।

নতুন কোচের সন্ধানে পাকিস্তান বোর্ড-

Pakistan Cricket Team | Image: Getty Images
Pakistan Cricket Team | Image: Getty Images

কোচ বাছাইয়ের ক্ষেত্রে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। একটা সময় শেন ওয়াটসন, ড্যারেল স্যামিদের নাম নিয়ে আলোচনা চলছিলো। শেষমেশ গ্যারি কার্স্টেনের (Gary Kirsten) সাথে চুক্তি করা হয়। কিন্তু মেয়াদ ফুরানোর আগেই তিনি সরে দাঁড়ানোয় ফের অস্বস্তিতে পিসিবি। নতুন কোচের সন্ধান শুরু করতে হচ্ছে তাদের। আগামী মাসের ৪ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে শুরু হতে চলেছে। তারপর রয়েছে টি-২০ সিরিজ। অজি সফরে স্থায়ী দায়িত্ব কাউকে সম্ভবত দেওয়া হচ্ছে না। সূত্রের খবর যে টেস্ট কোচ জেসন গিলেসপিকেই অনুরোধ করা হবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলানোর জন্য। তবে পূর্ণ সময়ের প্রশিক্ষক হিসেবে দৌড়ে রয়েছেন নির্বাচকমণ্ডলীর সদস্য আকিব জাভেদ (Aaqib Javed)। নয়া কমিটি দায়িত্ব দেওয়ার পরে এই মুহূর্তে পাক ক্রিকেটে যথেষ্ট প্রভাব রয়েছে তাঁর। নতুন বছরে হয়ত কোচের কুরসীতে বসবেন তিনিই।

Also Read: “মোটেই সহজ নয়…” দুঃসময়ে গৌতম গম্ভীরের পাশেই দাঁড়ালেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *