টানা ৩৬ ঘন্টা ডিউটির পর সাময়িক বিশ্রামের জন্য আর জি কর হাসপাতালের (RG Kar Hospital) চার তলায় সেমিনার হলে গিয়েছিলেন ৩১ বর্ষীয় ট্রেনি চিকিৎসক। আর রোগী দেখার কাজে ফেরা হয় নি তাঁর। হাসপাতাল চত্বরের মধ্যেই ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। নারী নিরাপত্তার গলদ যে রয়েছে প্রচুর, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই নারকীয় হত্যাকাণ্ড। অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। তাঁরা নাকি প্রথমে ট্রেনি চিকিৎসকের মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তরুণীর বাড়িতে ফোনেও ‘আত্মহত্যা’র কথাই জানানো হয়। পরে চাপের মুখে সামনে আসে ময়নাতদন্ত রিপোর্ট। জানা যায় মৃত্যুর আগে নৃশংস অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিলো আর জি কর হাসপাতালে (RG Kar Hospital Rape) স্নাতকোত্তরের পড়াশোনা করা ঐ ট্রেনি চিকিৎসক’কে।
Read More: আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব মহম্মদ সিরাজ, নারী সুরক্ষার বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায় !!
প্রতিবাদে মুখর গোটা দেশ-
ধর্ষণ ও খুনের খবর দাবানলের বেগে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ক্ষিপ্ত জনতা মুখর হয় প্রতিবাদে। ইন্সটাগ্রাম, ফেসবুক থেকে ট্যুইটার-আন্দোলনের ঝড় ওঠে। মহানগরীর পথে পথে দেখা যায় মিছিল। নারী-পুরুষ নির্বিশেষে সকলের মুখে একটাই কথা, ‘উই ওয়ান্ট জাস্টিস।’ বিক্ষোভের মুখে পড়ে আর জি করের (RG Kar Hospital) অধ্যক্ষকে সরাতে বাধ্য হয় রাজ্য সরকার। গ্রেফতার হন সঞ্জয় রায় নামে এক সিভিক ভ্লেন্টিয়ার। এনসিআরবি (ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো) রিপোর্ট অনুযায়ী ‘নিরাপদতম শহর’ তকমা পেয়েছিলো কলকাতা। সেখানেই এমন নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় সেই রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। কেবল ছাত্র-যুব বা চিকিৎসকেরা নন, সমাজের সকল স্তরের, সকল বয়সের মানুষ প্রতিবাদে গর্জে উঠেছেন। কলকাতা বা পশ্চিমবঙ্গ পেরিয়ে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে দেশ-বিদেশে।
সৌরভের প্রতিক্রিয়ায় রুষ্ট জনতা-
আর জি কর হাসপাতালের (RG Kar Hospital Rape and Murder) নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর মুখ খুলেছেন বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরা। পিছিয়ে নেই ক্রিকেটমহল’ও। ইতিমধ্যেই ইন্সটাগ্রামে পাশে থাকার বার্তা দিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrha), শ্রেয়স আইয়াররা। পুরুষতান্ত্রিকতার মূলে আঘাত করার বার্তা দিয়েছেন মহম্মদ সিরাজ। দেশের যে কোনো প্রান্তেই নারী নির্যাতন হোক না কেন, যেভাবে সমাজের এক অংশ নির্যাতিতাকেই দোষারোপ করেন, তা বন্ধের দাবী তুলেছেন তিনি। প্রতিক্রিয়া জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়’ও (Sourav Ganguly)। প্রাক্তন ভারত অধিনায়ক জানান, “খুবই দুর্ভাগ্যজনক ব্যপার। নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এটা যে কোনো জায়গায় হতে পারে। কড়া নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা থাকা উচিৎ। এটা মোটেই ঠিক নয়। খুবই গর্হিত অপরাধ।”
সরকার ও প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে যখন সোচ্চার সমাজের একটা বড় অংশ, তখন উলটোপথে হেঁটে তাদের পাশেই দাঁড়িয়েছেন সৌরভ (Sourav Ganguly)। জানান, “ভারত একটা দারুণ দেশ। পশ্চিমবঙ্গ হোক বা অন্য যে কোনো রাজ্য। আমরা একটা দারুণ রাজ্য, একটা দারুণ শহরে বাস করি। একটা ‘বিচ্ছিন্ন ঘটনা’র উপর ভিত্তি করে গোটা রাজ্যকে বিচার করলে চলবে না। কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে। হাসপাতালে সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। রাস্তাঘাটেও।” আর জি কর কাণ্ডকে (RG Kar Incident) ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে আন্দোলনকারীদের রোষের মুখে পড়তে হয়েছে সৌরভকে। পার্ক স্ট্রিট, কামদুনি, হাসখাঁলি, সন্দেশখালির মত রাজ্যের বিভিন্ন প্রান্তে দিনের পর দিন ঘটে চলা নারী নির্যাতনের ঘটনাগুলির উদাহরণ তাঁর সামনে তুলে ধরেছেন অনেকে। ‘আরও সংবেদনশীল হয়ে মন্তব্য করা উচিৎ ছিলো,” উঠছে দাবী।
দেখে নিন কি জানিয়েছিলেন সৌরভ-
Ex- Indian Skipper Sourav Ganguly condemns Kolkata rape horror.#ITVideo #WestBengal #News @Akshita_N #Kolkata @sganguly99 pic.twitter.com/D6BxdgiOD7
— IndiaToday (@IndiaToday) August 11, 2024
Also Read: ৬,৬,৬,৬,৬…বুচি বাবু টুর্নামেন্টে রণমূর্তি ধারণ করলেন ঈশান কিষাণ, ১০টি ছক্কার বিনিময়ে হাঁকালেন ১১৪ রানের ইনিংস !!