ganguly-lose-3-wpl-finals-as-dc-mentor
Delhi Capitals's mentor Sourav Ganguly reacts during the Indian Premier League (IPL) Twenty20 cricket match between Delhi Capitals and Kolkata Knight Riders at the Y.S. Rajasekhara Reddy cricket stadium in Visakhapatnam on April 3, 2024. (Photo by Dibyangshu SARKAR / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (Photo by DIBYANGSHU SARKAR/AFP via Getty Images)

WPL 2025: ২০২৩-এ উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) প্রথম মরসুমে লীগ পর্বের খেলায় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলো দিল্লী ক্যাপিটালস। ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয়েছিলো তাদের। ২০২৪-এও লীগ পর্বের শেষে শীর্ষ স্থানে ছিলো তারা। কিন্তু ফাইনালে বাজিমাত করে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছবিটা বদলালো না ২০২৫-এ এসেও। আবার একবার উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা সত্ত্বেও ফাইনালে মুখ থুবড়ে পড়লো দিল্লী (DCW)। জয়ের জন্য মাত্র ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে হত মেগ ল্যানিং, শেফালী ভার্মাদের। কিন্তু ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সেটাও করতে পারলো না ক্যাপিটালস শিবির। টানা তিন বার তীরে এসে তরী ডোবায় স্বভাবতই হতাশ সমর্থকেরা। সম্মিলিত হাহুতাশের মাঝে কেউ কেউ দুষলেন ‘মেন্টর’ সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

Read More: IPL 2025: দ্বিতীয় রিঙ্কু সিং-এর খোঁজ পেলো নাইট রাইডার্স, ঝড় তুলবেন আসন্ন আইপিএলে !!

ট্রফি জয় অধরাই রইলো সৌরভের-

Sourav Ganguly | Image: Twitter
Sourav Ganguly | Image: Twitter

ভারত অধিনায়ক হিসেবে সর্বকালের সেরাদের তালিকায় উপর দিকেই থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। নয়া শতকের গোড়ায় টিম ইন্ডিয়াকে নতুন করে গড়ে তোলার রূপকার বলা হয় তাঁকে। কিন্তু ট্রফি ভাগ্য বিশেষ ভালো নয় তাঁর। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2002) ফাইনালে জয়ের দোরগোড়ায় পৌঁছেও ক্রিস কেয়ার্নসের এক অবিশ্বাস্য ইনিংসের সৌজন্যে হারতে হয়েছিলো তাঁর নেতৃত্বাধীন দল’কে। ২০০২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এগিয়েই ছিলো টিম ইন্ডিয়া। কিন্তু কপাল পোড়ায় বৃষ্টি। ম্যাচ ভেস্তে যাওয়ায় খেতাব ভাগাভাগি করে নিতে হয় প্রতিপক্ষের সাথে। ২০০৩ সালে ভারতকে ফের একবার বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন সৌরভ (Sourav Ganguly)। কিন্তু আশাভঙ্গ হয় সেখানেও। রিকি পন্টিং, ড্যামিয়েন মার্টিন ঝড়ে জোহানেসবার্গে ভরাডুবি হয় ভারতের।

সৌরভের তৈরি করা দল নিয়েই ২০০৭ ও ২০১১ সালে যথাক্রমে টি-২০ বিশ্বকাপ ও ওয়ান ডে বিশ্বকাপ জেতেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু একটি মেডেল’ও প্রবেশ করে নি মহারাজের নিজের ট্রফি ক্যাবিনেটে। অবসরের পর ক্রিকেট প্রশাসক হিসেবেও যেন একই অভিজ্ঞতার সম্মুখীন তিনি। সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন ফাইনাল, সেমিফাইনালে বারবার হেরেছে ভারতীয় দল। তিনিই দায়িত্ব নিয়ে বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক বেছে নেন। ২০২২-এর অক্টোবরে পদ ছাড়ার পর থেকেই আন্তর্জাতিক আঙিনায় ভারতের পারফর্ম্যান্সের গ্রাফ উর্দ্ধমুখী। সৌরভের সিদ্ধান্তের সুফল পাচ্ছে টিম ইন্ডিয়া। রোহিতের হাত ধরে ভারত টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে গত নয় মাসে। উইমেন্স প্রিমিয়ার লীগে (WPL) দিল্লী ক্যাপিটালসের ‘ডায়রেক্টর’ পদে রয়েছেন সৌরভ। সেখানেও এড়াতে পারলেন না ভাগ্য বিপর্যয়।

হার দিল্লী’র, তোপের মুখে সৌরভ-

MIW Defeats DCW in WPL Final 2025 | Image: Getty Images
MIW Defeats DCW in WPL Final 2025 | Image: Getty Images

উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL 2025) ফাইনালে গতকাল টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো দিল্লী। ব্রাবোর্নে বিশেষ সুবিধা করতে পারেন নি মুম্বই ইন্ডিয়ান্স (MIW) ব্যাটাররা। দুই ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া ও হেইলি উইলিয়ামস যথাক্রমে ৮ ও ৩ রান করে ফিরে যান সাজঘরে। টুর্নামেন্টের সফলতম ব্যাটার ন্যাট সিভার ব্রান্ট’ও ৩০ রানের বেশী করতে পারেন নি ফাইনালে।  একা কুম্ভ হয়ে লড়াই করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তাঁর ৬৬ রানের ইনিংস ১৪৯-এ পৌঁছে দেয় মুম্বইকে। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে দিল্লী। ১৪১-এর বেশী এগোতে পারে নি তারা। জেমিমা রড্রিগস ছাড়া প্রতিরোধ দেখা যায় নি কারও ব্যাটেই। সৌরভের (Sourav Ganguly) ফাইনালের ফাঁড়া এখনও কাটে নি, হারের পর এমনটাই মত দিল্লী (DCW) সমর্থকদের। দলের স্বার্থে পদত্যাগ করুন, উঠেছে দাবী।

Also Read: ফের স্বপ্নভঙ্গ দিল্লির, দ্বিতীয় বারের মতন WPL জয় মুম্বইয়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *