ganguly-elected-as-icc-committee-chair

১৯৯২ সালে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একতি ম্যাচ খেলার পর বাদ পড়েছিলেন। দলে ফেরেন চার বছর পর। ইংল্যান্ডে লর্ডস ও ট্রেন্ট ব্রিজে জোড়া টেস্ট শতরানের পর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। বাংলার মহারাজ ধীরে ধীরে হয়ে উঠেছিলেন টিম ইন্ডিয়ার ‘দাদা।’ ভারতের জার্সিতে ১১২ টেস্ট ও ৩১১টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। সামলেছেন অধিনায়কত্ব’ও। ২০০৮ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এরপর প্রশাসক হিসেবেও বেশ বর্ণময় তাঁর কেরিয়ার। পথচলা শুরু করেছিলেন রাজ্য সংস্থা সিএবি থেকে। ভোল পালটে দিয়েছিলেন ইডেন গার্ডেন্সের। এরপর ২০১৯ থেকে ২০২২ অবধি বিসিসিআই-এর প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন তিনি। এবার বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি’র অন্দরেও পা রাখলেন সৌরভ (Sourav Ganguly)।

Read More: IPL 2025: ঋতুরাজের বিকল্প খুঁজে নিলো চেন্নাই, ভাঙা ব্যাটে খেলেই আইপিএলে বছর সতেরোর কিশোর !!

ক্রিকেট কমিটির শীর্ষপদে সৌরভ-

Sourav Ganguly | Image: Twitter
Sourav Ganguly | Image: Twitter

২০২১ সালে বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদে থাকার সময়েই আইসিসি’র মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিংবদন্তি অনিল কুম্বলের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। গতকাল সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে আসীন থাকছেন সৌরভ’ই (Sourav Ganguly)। দ্বিতীয় দফায় দায়িত্ব পাচ্ছেন তিনি। তিনি ছাড়াও আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনার ডেসমন্ড হেইনস, দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক তেম্বা বাভুমা ও ইংল্যান্ড প্রাক্তনী জোনাথন ট্রট রয়েছেন এই কমিটিতে। জায়গা হয়েছে ভিভিএস লক্ষ্মণেরও (VVS Laxman)। সৌরভের (Sourav Ganguly) মতই কমিটিতে পুনর্নির্বাচিত হয়েছেন তিনিও।

মহিলাদের ক্রিকেট কমিটিও বেছে নিয়েছে আইসিসি। পুরুষদের কমিটিতে যেখানে সদস্য সংখ্যা ছয়, সেখানে মহিলাদের কমিটিতে রাখা হয়েছে তিনজনকে। চেয়ারপার্সন হিসেবে দ্বিতীয় বার দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের ক্যাথরিন ক্যাম্পবেল’কে (Catherine Campbell) । কিউই জার্সিতে ৯টি টেস্ট ও ৮৫টি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়া রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাভ্রিল ফাহে (Avril Fahey)। ১৯৯৫ থেকে ২০০১ সালের মধ্যে ৬টি টেস্ট ও ৪০টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। তৃতীয় সদস্য হিসেবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ফলেতসি মোসেকি (Pholetsi Moseki) । কমিটির একমাত্র পুরুষ সদস্য তিনি। এই মুহূর্তে ক্রিকেট সাউথ আফ্রিকার সিইও (চিফ এক্সিকিউটিভ অফিসার) পদে রয়েছেন  মোসেকি।

পুরুষদের কমিটিতে রয়েছেন-

সৌরভ গঙ্গোপাধ্যায় (চেয়ারম্যান পদে পুনর্বহাল থাকছেন), হামিদ হাসান, ডেসমন্ড হেইনস, তেম্বা বাভুমা, ভিভিএস লক্ষ্মণ (পুনর্বহাল), জোনাথন ট্রট।

মহিলাদের কমিটিতে রয়েছেন-

ক্যাথরিন ক্যাম্পবেল (চেয়ারপার্সন পদে পুনর্বহাল থাকছেন), অ্যাভ্রিল ফাহে, ফলেতসি মোসেকি।

আফগান নারী ক্রিকেটারদের পাশে আইসিসি-

Afghanistan Women's Cricket Team | Image: Getty Images
Afghanistan Women’s Cricket Team | Image: Getty Images

২০২১ সালে তালিবান ক্ষমতা দখল করার পর অন্ধকারে আফগানিস্তানের মহিলা ক্রিকেট। রশিদ খান, মহম্মদ নবি’রা নিয়মিত বিশ্বকাপ বা টি-২০ বিশ্বকাপের মত টুর্নামেন্টে অংসগ্রহণের সুযোগ পেলেও বাইশ গজের দুনিয়া থেকে কার্যত মুছে গিয়েছে আফগানদের নারী ক্রিকেট দল। খেলোয়াড়দের কেউ কেউ দেশও ছেড়েছেন বলে খবর মিলেছে। তালিবান শাসনে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে বারবার। এর ফলে হিউম্যান রাইটস ওয়াচ সংস্থা এর আগে আইসিসি’র কাছে আর্জি জানিয়েছিলো যাতে আফগানিস্তানকে ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। সেই পথে হাঁটলো না কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। বরং বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইসিবি’কে সাথে নিয়ে গতকাল আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

দেখুন জয় শাহের বিজ্ঞপ্তি-

Also Read: IPL 2025: “মাঠে মারা গেলো লড়াইটা…” দিল্লীর হারে ‘ট্র্যাজিক নায়ক’ করুণ নায়ার, আক্ষেপে ভরলো নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *