“কিচ্ছু হবে না…” কুড়ি-বিশের বিশ্বকাপে রোহিত-বিরাটের খেলা নিয়ে অকপট সৌরভ গাঙ্গুলী !! 1

২০২৪ পড়তে না পড়তেই ক্রিকেটদুনিয়ার আলোচনায় জায়গা করে নিয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসার কথা প্রতিযোগিতার আসর। ওডিআই বিশ্বকাপের ক্ষেত্রে শুরুর ১০০ দিন আগে সূচি ঘোষণা করেছিলো আইসিসি। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ক্ষেত্রে সেই পর্ব মিটিয়ে দেওয়া হয়েছে প্রায় ছয় মাস বাকি থাকতেই। এর আগে বারো দল নিয়ে হত চূড়ান্ত লড়াই। এবার দলসংখ্যা বাড়িয়ে করা হয়েছে কুড়ি। নতুন ফর্ম্যাটে, নবরূপে ফিরতে চলেছে টুর্নামেন্ট। আঞ্চলিক কোয়ালিফায়ারগুলি থেকে জায়গা করে নিয়েছে নেপাল, উগান্ডার মত দল। আইসিসি আয়োজিত কোনো বড় প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিতে চলেছে তারা। আইসিসি’র এই নতুন ফর্ম্যাট ক্রিকেটের প্রসারে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

প্রতিবারের মত ২০২৪ সালেও অন্যতম ফেভারিট হিসেবে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) পা রাখবে ভারত। ২০০৭-এর পর ট্রফি জেতে নি তারা। এক দশকের বেশী সময় আইসিসি ট্রফিও নেই ঝুলিতে। তাই বাড়িত মোটিভেশন নিয়ে মাঠে নামবে দল। দিনকয়েক আগে যে গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে আইসিসি, তা অনুযায়ী গ্রুপ-এ’তে ঠাঁই হয়েছে টিম ইন্ডিয়ার। সঙ্গে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। রয়েছে আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা’ও। ৫, ৯, ১২ ও ১৫ তারিখ আয়োজিত হওয়ার কথা ভারতের গ্রুপ ম্যাচগুলি। ২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর টি-২০ ফর্ম্যাটে তারুণ্যে জোর দিয়েছে ভারত। সেই পথেই তারা হাঁটবে আসন্ন টুর্নামেন্টে? নাকি ফেরাবে রোহিত-কোহলি’কে? উত্তর খুঁজলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Read More: T20 World Cup 2024: কাকভোরে বসবে ক্রিকেটের আসর, টি-২০ বিশ্বকাপ দেখতে ঘুম ভুলবে ভারতবাসী !!

বিরাট-রোহিতকে টি-২০ বিশ্বকাপে চান সৌরভ-

Sourav Ganguly | T20 World Cup 2024 | Image: Twitter
Sourav Ganguly | Image: Twitter

২০২২ টি-২০ বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের হয়ে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) কুড়ি-বিশের ফর্ম্যাটে দেখা যায় নি। বরং টেস্ট ও একদিনের ম্যাচেই ফোকাস করেছেন দুজনে। ২০২৩ সালে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের মত বড় মাপের প্রতিযোগিতা থাকায় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বেছে বেছে ক্রিকেট খেলাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছিলেন তাঁরা। ২০২৩ বিশ্বকাপে তীরে এসে ডুবেছে তরী। এক দশকেরও বেশী সময় আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় জিততে না পারার গ্লানি ভুলতে জুনের টি-২০ বিশ্বকাপকে লক্ষ্য করছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত টুর্নামেন্টে কি হবে ভারতের টিম কম্বিনেশন? দেড় বছরের বিরতির পর ভারত কি ফেরাবে কোহলি-রোহিতকে? উঠছে প্রশ্ন।

রোহিত শর্মা বা বিরাট কোহলি-দুই মহাতারকার তরফেই এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি টি-২০ দলে ফেরার ব্যাপারে। সংবাদমাধ্যম সূত্রে অবশ্য খবর বোর্ডের সাথে আলোচনার পর মাঠে ফেরার ব্যাপার সম্মতি দিয়েছেন দুজনেই। একরাশ জল্পনার মাঝেই বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও পূর্বতন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সংবাদসংস্থা রেভ স্পোর্টজকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ (Sourav Ganguly) জানান, “অবশ্যই ওদের (বিরাট-রোহিত) টি-২০ বিশ্বকাপ খেলা উচিৎ।” দেড় বছরের দীর্ঘ বিরতির সম্পর্কে সাংবাদিকদের তরফে জিজ্ঞাসা করা হয়েছিলো তাঁকে। সৌরভ বলেন, “কিচ্ছু (সমস্যা) হবে না। বিরাট কোহলি একজন দুর্দান্ত খেলোয়াড়।” একইসাথে দক্ষিণ আফ্রিকায় ভারতের পারফর্ম্যান্সেরও পর্যালোচনা করতে দেখা যায় সৌরভকে।

দেখুন কি বলছেন সৌরভ-

আফগানদের বিরুদ্ধে বড় পরীক্ষা ভারতের-

IND vs AFG | Image: Getty Images
IND vs AFG | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের আগে কেবলমাত্র একটি টি-২০ সিরিজ পাচ্ছে টিম ইন্ডিয়া। জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচ রয়েছে তাদের। গত বছরের জুন মাসে দুই দেশের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিলো ওডিআই ফর্ম্যাটে। নানা কারণে তা আর আয়োজন করা যায় নি। প্রায় ছয় মাস পরে অবশেষে ক্রিকেটের ময়দানে ভারত ও আফগানিস্তান মুখোমুখি হলেও বদলে গিয়েছে ফর্ম্যাট। ওডিআই নয় বরং ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে সম্মুখসমরে দুই শিবির। ১১, ১৪ ও ১৭ তারিখ রয়েছে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচটি আয়োজিত হতে চলেছে মোহালির আইএস বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ আয়োজনের দায়িত্ব পাচ্ছে ইন্দোরের হোলকার স্টেডিয়াম আর সিরিজের শেষ ম্যাচ আয়োজিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। গতকাল আফগানিস্তান ১৯ সদস্যের দল ঘোষণা করলেও এখনও দল ঘোষণা করে নি টিম ইন্ডিয়া।

Also Read: মহম্মদ শামির জুতোয় পা গলাবেন এই বোলার, ধার বাড়াবেন দেশের পেস ব্যাটারির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *