দিনকয়েক আগে ভারতের কোচের দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। শ্রীলঙ্কা সফরে তাঁকে দেখা গিয়েছে ডাগ-আউটে। শুরুটা দারুণ করেছিলেন। পাল্লেকেলের মাঠে লঙ্কান লায়ন্সদের উড়িয়ে দিয়েছিলো গম্ভীরের প্রশিক্ষণাধীন টিম ইন্ডিয়া। ৩-০ হোয়াইট ওয়াশ করেছিলো পড়শি দেশকে। কিন্তু চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছিলো ওডিআই সিরিজে। তিন ম্যাচের সিরিজের প্রথম খেলাটি টাই হয়েছিলো। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে অপ্রত্যাশিত ভাবেই জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। ২৭ বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ হারে ভারত। ঘুরে দাঁড়াতে পারবেন ‘গুরু’ গম্ভীর? উত্তর মিলবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে। আপাতত সেদিকে তাকিয়েই ছক সাজাচ্ছেন তিনি। এর মধ্যেই আরও এক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিলো তাঁকে। সংবাদসংস্থা স্পোর্টসকীড়ার অনুরোধে ক্রিকেট কেরিয়ারে যে সকল প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন, তাঁদের মধ্যে থেকে সেরা এগারো বেছে নিলেন তিনি।
Read More: বাংলাদেশ সিরিজের আগেই টনক নড়ছে BCCI-এর, ফেরানো হচ্ছে এই পুরনো অস্ত্র’কে !!
সেরা ব্যাটারদের নাম জানালেন গম্ভীর-
শ্রেষ্ঠ প্রতিপক্ষদের মধ্যে গম্ভীর (Gautam Gambhir) প্রথমেই রেখেছেন দুই অস্ট্রেলীয় তারকাকে। তাঁর একাদশে ওপেনার হিসেবে থাকছেন অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) ও ম্যাথু হেডেন (Matthew Hayden)। দুই বাম হাতি ব্যাটার নয়া শতাব্দীর প্রথম দশকে ত্রাস হয়ে উঠেছিলেন বোলারদের। পরিসংখ্যান বলছে ১১৪ ম্যাচে ৪৮.৩৯ গড়ে দুজনে যোগ করেছেন ৫৩৭২। ওডিআই ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সফলতম ওপেনিং জুটি তাঁরা। এর পর গম্ভীর রেখেছেন এবি ডিভিলিয়ার্সকে (AB De Villiers)। নয়া শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ব্যাটারের তকমা আগেই পেয়েছেন প্রোটিয়া তারকা। টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-২০, তিন ফর্ম্যাটেই সমান সাবলীল ডিভিলিয়ার্সের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গায় নেই, জানাচ্ছেন ক্রিকেটজনতা। প্রসঙ্গত দিনকয়েক আগে স্টার স্পোর্টস আয়োজিত একটি অনুষ্ঠানে ডিভিলিয়ার্সকে নিজের পছন্দের ক্রিকেটার বলেছিলেন বিরাট কোহলিও।
চার নম্বরে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা’কে (Brian Lara) রেখেছেন গম্ভীর (Gautam Gambhir)। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক লারা’র দক্ষতা নিয়ে সন্দেহ না থাকলেও তিন ফর্ম্যাটের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং-এর চার নম্বর স্লটে জায়গা পাওয়া উচিৎ ছিলো বলে মনে করছেন নেটিজেনদের একটা বড় অংশ। এরপর টিম ইন্ডিয়ার নয়া কোচ রেখেছেন ইনজামাম উল হক’কে (Inzamam ul Haq)। ‘লেজি এলিগেন্স’ শব্দবন্ধ’কে ক্রিকেটপ্রেমীদের ডিক্সনারিতে স্থায়ী জায়গা করে দিয়েছিলেন পাক তারকা। কিংবদন্তি ওয়াসিম আক্রম অবধি জানিয়েছেন যে বাকিদের থেকে হয়ত কিছু মুহূর্ত বেশী সময় নিয়ে খেলতে পারতো ‘ইনজি।’ পছন্দের একাদশে এরপর দুই অলরাউন্ডারকে রেখেছেন গম্ভীর। জায়গা পেয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি অ্যান্ড্রু ফ্লিনটফ (Andrew Flintoff)। আর রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)।
বোলিং বিভাগে রয়েছেন একঝাঁক কিংবদন্তি-
প্রতিপক্ষদের মধ্যে থেকে যে সেরা একাদশ বেছে নিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir), সেখানে বোলিং বিভাগে প্রথমেই তিনি রেখেছেন পাকিস্তানের আব্দুল রাজ্জাককে (Abdul Razzaq)। গতি ও স্যুইং-এর মিশ্রনে নিজের দিনে বল হাতে ঘাতক হয়ে উঠতে সক্ষম ছিলেন রাজ্জাক। প্রয়োজনে ব্যাট হাতেও খেলতে পারতেন ধুন্ধুমার সব ইনিংস। নিজের সময়ের থেকে এগিয়ে ছিলেন তিনি, এমনটাই রাজ্জাকের সম্বন্ধে বলতে শোনা গিয়েছে একাধিক বিশেষজ্ঞকে। গম্ভীরও যে সেই মতেই বিশ্বাস করেন, তা স্পষ্ট হয়েছে তাঁর দল নির্বাচন থেকেই। এরপর তিনি রেখেছেন স্পিন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরণকে (Muttiah Muralitharan)। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক শ্রীলঙ্কান তারকা। টেস্টে ৮০০ উইকেট রয়েছে তাঁর। মুরলী’র নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।
এরপর তিনি শোয়েব আখতার’কে (Shoaib Akhtar) বেছে নিয়েছেন সেরা একাদশে। বিশ্বের দ্রুততম ফাস্ট বোলারদের তালিকা তৈরি করতে বসলে সবার উপরেই নাম থাকবে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের। তাঁর ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘন্টা গতির ডেলিভারিটি আজও রয়েছে রেকর্ড বইতে দ্রুততম ডেলিভারির তালিকায় সবার উপরে। লম্বা রান-আপ ও সাইড অন অ্যাকশনের জন্য আখতারের বল খেলা যে কঠিন হত, তা বহুবার সাক্ষাৎকারে জানিয়েছেন গম্ভীরের (Gautam Gambhir) দীর্ঘ সময়ের ওপেনিং পার্টনার বীরেন্দ্র শেহবাগ’ও। বোলিং লাইন আপের তৃতীয় পেসার হিসেবে তিনি বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মর্ণি মর্কেল’কে। দীর্ঘকায় মর্কেল’কে (Morne Morkel) গম্ভীর (Gautam Gambhir) বেছে নিয়েছেন টিম ইন্ডিয়ার নতুন বোলিং কোচ হিসেবে। এর আগে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসেও একসাথে কাজ করেছেন দু’জনে।
এক নজরে গম্ভীরের পছন্দের দল-
অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেন, এবি ডিভিলিয়ার্স, ব্রায়ান লারা, অ্যান্ড্রু সাইমন্ডস, ইনজামাম উল হক, আব্দুল রাজ্জাক, মুথাইয়া মুরলীধরণ, শোয়েব আখতার, মর্ণি মর্কেল, অ্যান্ড্রু ফ্লিনটফ।