শেষ টেস্টে ফিরছেন চেতেশ্বর পূজারা, দল নির্বাচনের গোপন তথ্য ফাঁস করলেন কোচ গৌতম গম্ভীর !! 1

Gautam Gambhir: সমাপ্ত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। ভারত আপাতত ২-১ ব্যাবধানে সিরিজে পিছিয়ে রয়েছে। ভারতীয় দল নির্বাচন নিয়ে উঠেছিল প্রশ্ন। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটিং নিয়ে সমস্যায় পড়েছিল টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে কোচ গৌতম গম্ভীর এই সিরিজের জন্য সফল এক ব্যাটারকে দলে চেয়েছিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু নির্বাচকেরা নাকি গম্ভীরের কথা মেনে নিতে পারেনি। মেলবোর্নে হারের পর নাকি ভারতের সাজঘরের পরিবেশ ভালো নেই। মেলবোর্নের হারের পর ভারতীয় খেলোয়াড়দের উপর ক্ষুব্ধ গম্ভীর। পুরো সিরিজ জুড়ে যে ভাবে ব্যাটারের ব্যর্থ হচ্ছেন, তা মানতে নারাজ গম্ভীর। এবার সাজঘর থেকে বেরিয়ে আসলো নতুন এক খবর।

সিরিজে পিছিয়ে পড়ার পর জানা গিয়েছে পূজারাকে নাকি চেয়েছিলেন কোচ গম্ভীর। যদিও, নির্বাচকরা নাকি তাঁর আবেদন খারিজ করে দিয়েছিলেন। বর্ডার-গাভাস্কার ট্রফিতে চূড়ান্ত ভাবে ব্যার্থ হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) দুজনেই। এমনকি, ব্যাটে রান নেই পন্থ-গিলদের। এই অবস্থায় ভারতীয় দল একজন খেলোয়াড়কে বেশ মিস করেছে। তিনি হলেন তারকা খেলোয়াড় চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। গত দুইবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার পিছনে বড় ভূমিকা ছিল পূজারার। এবারেও তাকে চেয়েছিলেন গম্ভীর। জানা গিয়েছে, পার্থে ২৯৫ রানে জয় পাওয়ার পরও পূজারাকে দলে চেয়েছিলেন ভারতীয় কোচ।

Read More: নতুন বছরে কপাল পুড়ল বিরাট-রোহিতের, ইংল্যান্ডের বিরুদ্ধে ODI থেকে থেকে বাদ দুই তারকা !!

পূজারাকে দলে নিতে চায়নি BCCI নির্বাচকরা

Cheteshwar Pujara,gambhir
Cheteshwar Pujara | Image: Getty Images

অস্ট্রেলিয়ার মাটিতে পুজারার ভাল ফর্মের জন্য তাঁকে চেয়েছিলেন কোচ। কিন্তু নির্বাচকেরা পুজারাকে দলে নিতে চায়নি। ২০২৩ সালের জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ বার ভারতের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল পুজারাকে। সেই ম্যাচে দুই ইনিংসে ১৪ ও ২৭ রান বানিয়েছিলেন তিনি। যদিও, এরপর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে।

অস্ট্রেলিয়ার মাটিতে ১১টি টেস্টে ৪৭.২৮ গড়ে ৯৯৩ রান বানিয়েছিলেন পুজারা। ২০১৮-১৯ সফরে ৫২১ রান বানিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। এরপর ২০২০-২১ সিরিজে খুব বেশি রান (২৭১) না পেলেও ৯২৮ বল খেলেছিলেন তিনি। দুইবার মেগা সিরিজ জয়ে অবদান ছিল টিম ইন্ডিয়ার তারকা পূজারার। তবে নির্বাচকরা পুজারাকে দলে সুযোগ দিতো চায়নি। জাতীয় দলে ব্রাত্য থাকলেও নিয়মিত লাল বলের ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে নির্বাচকদের কথায় পূজারা নাকি নতুন টেস্ট সেট আপে দলের অংশ হওয়ার জন্য সঠিক ব্যাক্তি নন। তাই টেস্ট দলে থেকে ছাঁটাই করা হলো তাকে।

Read Also: Gautam Gambhir: ‘অনেক হয়েছে, আর নয়’, মেলবোর্নে হারের পর রোহিত-বিরাটদের ছাঁটার হুঁশিয়ারি গম্ভীরের, নিলেন মস্ত বড় সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *