gambhir-sreesanth-argument-in-llc-2023

LLC 2023: চলছে লেজেন্ডস লীগ ক্রিকেট (LLC 2023)। বাইশ গজের দুনিয়ার প্রাক্তন তারকারা মাঠে ফিরে আগুন ঝরাচ্ছেন নিয়মিত। গতকাল এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিলো ইন্ডিয়া ক্যাপিটালস (IC) ও গুজরাত জায়ান্টস (GGT)। দুই ইনিংস মিলিয়ে উঠলো ৪০০’র বেশী রান। ব্যাটে-বলে বেশ কিছু চমৎকার পারফর্ম্যান্সের সাক্ষী থাকলেন সুরাটের লালাভাই কন্ট্রাক্টর এরিনার দর্শকেরা। ম্যাচে ইন্ডিয়া ক্যাপিটালস (IC) হারিয়ে দিলো গুজরাত জায়ান্টসকে। টিকিয়ে রাখলো নিজেদের ট্রফি জয়ের স্বপ্ন। অন্যদিকে খেতাবের আশা শেষ গুজরাতের। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে আজ ইন্ডিয়া ক্যাপিটালস মুখোমুখি হবে মনিপাল টাইগার্সদের (MG)। দুই পক্ষের লড়াইতে জয়ী দল আগামী ৯ তারিখ, অর্থাৎ শনিবার খেতাবী যুদ্ধে মুখোমুখি হবে আর্বানাইজার হায়দ্রাবাদের (UH)।

টসে জিতে প্রথমে বোলিং বেছে নেয় গুজরাত জায়ান্টস। ব্যাট হাতে শুরুটা চমৎকার করেছিলো ইন্ডিয়া ক্যাপিটালস। কাইল এডওয়ার্ডস ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ওপেনিং জুটিতে ওঠে ৬৫ রান। দলনায়ক গম্ভীর ৩০ বলে করেন ৫১। বেন ডাঙ্ক (Ben Dunk), ভরত চিপলি’দের সহায়তায় নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ২২৩ রান। জবাবে লড়াই করলো গুজরাত’ও। পুরনো সময়কে মনে করালেন ক্রিস গেইল (Chris Gayle)। ক্যারিবিয়ান কিংবদন্তির ব্যাট থেকে এলো ৫৫ বলে ৮৪ রান। কেভিন ও’ব্রায়ান করেন ৫৭। কিন্তু শেষমেশ ২১১তেই থেমে যায় তাদের ইনিংস। ১২ রানে জেতে ক্যাপিটালস। গতকালের ম্যাচে ব্যাট-বলের লড়াইকে অবশ্য পিছনে ফেলে দিলো গৌতম গম্ভীর (Gautam Gambhir)  ও শান্তাকুমারন শ্রীশন্থের (S Sreesanth) উত্তপ্ত বাক্য বিনিময়। দুই প্রাক্তন সতীর্থের লড়াইতে গতকাল অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

Read More: “আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব…”, IPL’এর জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত গ্লেন ম্যাক্সওয়েল, ছাড়বেন না RCB !!

শ্রীশন্থের সঙ্গে ঝামেলা গম্ভীরের-

S Sreesanth and Gautam Gambhir | LLC 2023 | Image: Getty Images
S Sreesanth and Gautam Gambhir | Image: Getty Images

যেখানে বিতর্ক সেখানেই গৌতম গম্ভীর (Gautam Gambhir) । এমনটাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে এখন। লেজেন্ডস লীগের (LLC 2023) খেলাতেও বদল এলো না ছবিতে। এক সময়ের সতীর্থ শান্তাকুমারণ শ্রীশন্থের (S Sreesanth) সাথে রীতিমত কথা কাটাকাটিতে হলো কলকাতা নাইট রাইডার্স (KKR) মেন্টরকে। শ্রীশন্থ ও গম্ভীর একই সাথে টি-২০ বিশ্বকাপ জিতেছেন, ২০১১’র একদিনের বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন দুজনে। তাঁদের এমন প্রকাশ্যে বচসায় জড়াতে দেখে অবাক হয়েছে ক্রিকেটদুনিয়া।

ঘটনার সূত্রপাত ক্যাপিটালস (IC) ইনিংস চলাকালীন। ৬ ওভারে তখন ৬০ রান ছিলো গম্ভীরদের (Gautam Gambhir)  স্কোরবোর্ডে। ওভার শেষে বোলিং পরিবর্তনের সময় একে অপরের উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় গম্ভীর ও শ্রীশন্থ’কে। দুজনে একে অপরের দিকে তেড়েও গিয়েছিলেন। গুজরাত স্কোয়াডে শ্রীশন্থের (S Sreesanth) সতীর্থরা হস্তক্ষেপ করায় হাতাহাতির পর্যায়ে গড়ায় নি ঘটনা। দুই আম্পায়ারকেও বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হয়।

শ্রীশন্থ (S Sreesanth) ও গম্ভীর, নিজেদের ক্রিকেটীয় কেরিয়ারে বিতর্ককে সঙ্গী করে পথ চলেছেন দুজনেই। শ্রীশন্থের সাথে আইপিএলের আঙিনায় ঝামেলা হয়েছিলো হরভজনের। তারকা অফস্পিনার চড় অবধি মেরেছিলেন শ্রীশন্থকে। কেরলের ক্রিকেটারের কান্নাভেজা মুখ মনে গেঁথে রয়েছে ক্রিকেটপ্রেমীদের। সেই শ্রীশন্থ’ই আবার জড়িয়েছিলেন স্পট ফিক্সিং বিতর্কে। নির্বাসনের শাস্তি ভোগ করতে হয়েছে তাঁকে। ভারতের হয়ে খেলার সময় পাকিস্তানের শাহীদ আফ্রিদির সাথে মাঠে বচসায় জড়াতে দেখা গিয়েছিলো গম্ভীরকে (Gautam Gambhir) । অবসর নেওয়ার পর নানা সময় মহেন্দ্র সিং ধোনিকে কটাক্ষ করে, কখনও আবার বিরাট কোহলির নামে বিরূপ মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন গম্ভীর। ২০২৩-এর আইপিএলেই সরাসরি কোহলির সাথে মাঠে বচসায় জড়িয়েছিলেন তিনি। লেজেন্ডস লীগের (LLC 2023) ঘটনা নিয়ে শ্রীশন্থ মুখ খুলেছেন ইতিমধ্যেই। গম্ভীর যদিও কোনো মন্তব্য করেন নি এখনও।

দেখে নিন গম্ভীর-শ্রীশন্থের বাকবিতণ্ডা-

Also Read: ফের সাফল্যের মুখ দেখতে ব্যতিব্যস্ত পাকিস্তান, কিংবদন্তি অজয় জাদেজাকে করছে কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *