Gautam Gambhir: দেশে আরও একবার মাথাচারা দিয়ে উঠেছে সন্ত্রাসবাদ। গত মঙ্গলবার কাশ্মীরের পহলগাঁও’র বৈশরণ অঞ্চলের পাহাড়ঘেরা তৃণভূমিতে নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গি’রা। ঘটনায় এখনও অবধি মৃত্যু হয়েছে ২৬ জনের। হাসপাতালে রয়েছেন আরও অনেকে। ২০১৯ সালের পুলওয়ামা কাণ্ডের পর কাশ্মীর তথা ভারতের মাটিতে সবচেয়ে বড় নাশকতার ঘটনা এটিই। পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার মদতে ঘটা পহলগাঁও’র নারকীয় হত্যালীলা স্তব্ধ করেছে গোটা দেশকে। সমাজের সর্বস্তরের মানুষ মুখর হয়েছেন প্রতিবাদে। কড়া ব্যবস্থা নিয়েছে কেন্দ্র সরকার’ও। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে সিন্ধু জলচুক্তি। পড়শি দেশের নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে যখন বেশ থমথমে পরিস্থিতি তখনই হুমকি মেল পেলেন ভারতের ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
Read More: রাজস্থানের ম্যাচ ফিক্সিং নিয়ে ঘনাচ্ছে রহস্য, সামনে এলো বিসিসিআইয়ের বক্তব্য !!
প্রাণনাশের হুমকির সম্মুখীন গম্ভীর-

পহলগাঁও’র জঙ্গি হামলার পর শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলিদের মত প্রতিবাদে গর্জে উঠেছিলেন গৌতম গম্ভীর’ও (Gautam Gambhir)। তিনি ট্যুইটারে লেখেন, “নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। যারা এর জন্য দায়ী তারা এর মূল্য চোকাবে। ভারত প্রত্যাঘাত করবেই।” ঘটনার দিনদুয়েকের মধ্যেই হুমকির মুখে পড়তে হলো টিম ইন্ডিয়ার হেড কোচ’কে। ‘আই কিল ইউ’- মাত্র তিন শব্দের এই ই-মেল’ই চিন্তা বাড়িয়েছে গম্ভীরের (Gautam Gambhir)। বৈদ্যুতিন চিঠি’র সাবজেক্টের জায়গায় লেখা রয়েছে কুখ্যাত জঙ্গি সংগঠন আইসিস (ইসলামিক স্টেট)-এর নাম। ই-মেল পাওয়া মাত্রই দিল্লীর রাজেন্দ্র নগর থামায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ক্রিকেটার। সূত্রের খবর যে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লী পুলিশের সাইবার সেল। কোথা থেকে ই-মেল’টি পাঠানো হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।
Praying for the families of the deceased. Those responsible for this will pay. India will strike. #Pahalgam
— Gautam Gambhir (@GautamGambhir) April 22, 2025
গত বছরের জুলাই মাসে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে ভারতীয় দলের কোচের হটসিটে বসেছিলেন গম্ভীর (Gautam Gambhir)। প্রথম কয়েক মাস টানা ব্যর্থতার সম্মুখীন হলেও ২০২৫-এর গোড়ায় টিম ইন্ডিয়াকে সাফল্য এনে দেন তিনি। দুবাইতে তাঁর অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ‘মেন ইন ব্লু।’ এরপর বেশ কিছুদিনের বিরতি নিয়েছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। ক্রিকেটাররা যখন আইপিএল (IPL) খেলতে ব্যস্ত সেই সময় পরিবারের সঙ্গে ফ্রান্সে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। দেশে ফিরেছেন চলতি মাসের গোড়াতেই। ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার কথা ভারতের। পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখতে ক্রিকেটারদের কিছু দিন আগে ভারত-এ দলের সাথে ইংল্যান্ড যেতে পারেন গম্ভীর (Gautam Gambhir), খবর ছিলো সংবাদমাধ্যম সূত্রে। কিন্তু আপাতত হুমকি ই-মেল পাওয়ার পর বিশ বাঁও জলে সেই পরিকল্পনা।
সীমান্তে রয়েছে চাপা উত্তেজনা-

পহলগাঁও’র ঘটনার পর উত্তেজনার চোরাস্রোত ভারত-পাক সীমান্তে। ইতিমধ্যেই পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ ঘোষণা করেছেন যে বৈশরণের ঘটনার সাথে ইসলামাবাদের কোনোরকম যোগসাজশ নেই। কিন্তু তাঁর দাবী মানতে রাজী নয় নয়াদিল্লী। পাকিস্তান হাইকমিশনের সেনা, নৌসেনা ও বায়ুসেনার উপদেষ্টা (অ্যাটাশে)-দের উপস্থিতি’কে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তাঁদের এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদের ভারতীয় দূতাবাস থেকে সামরিক উপদেষ্টাদের সরিয়ে নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতে আসা পাকিস্তানী নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে তাদের। অতীতে চার বার যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান। কিন্তু তার প্রভাব পড়ে নি সিন্ধু জলচুক্তিতে। এবার ১৯৬০ সালের সেই চুক্তিও স্থগিত রাখার ঘোষণা করেছে ভারত সরকার।
Also Read: IPL 2025: হিটম্যান হারিকেনে দিশাহারা হায়দ্রাবাদ, উপ্পলে দুই পয়েন্ট ছিনিয়ে নিলো মুম্বই ইন্ডিয়ান্স !!