এগিয়ে আসছে ২০২৫-এর আইপিএল (IPL)। মরসুম শুরুর আগে রয়েছে মেগা নিলাম। তা নিয়ে বিপুল উত্তেজনা রয়েছে ক্রিকেটজনতার মধ্যে। কোন তারকা দল ছাড়ছেন, কাকেই বা ধরে রাখার জন্য মরিয়া ফ্র্যাঞ্চাইজি তা জানতে মুখিয়ে রয়েছেন সকলে। নিলামের দড়ি টানাটানি দেখতেও উদগ্রীব তাঁরা। এখনও পর্যন্ত রিটেনশন সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করে নি বিসিসিআই। একইসাথে জানানো হয় নি মেগা অকশনের নিয়মনীতিও। ক্রিকবাজ সূত্রে খবর ১৫ নভেম্বর হতে পারে রিটেনশনের তালিকা প্রকাশের দিন। এরপর নিলাম আয়োজন করা হতে পারে ২০ ডিসেম্বর। শেষমেশ কোন পথে গড়ায় জল তার উত্তর দেবে সময়। মেগা নিলাম ও দলবদল নিয়ে যখন উত্তরোত্তর বাড়ছে উৎকন্ঠা, তখন আগুনে ঘৃতাহূতি দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নিজের পছন্দের আইপিএল (IPL) একাদশ বেছে নিলেন তিনি।
Read More: TOP 5: ক্রিকেটদুনিয়ার পাঁচ ‘আজব’ পুরষ্কার, যা চমকে দেবে সবাইকে !!
উথাপ্পা থেকে ক্যালিস, তারকাখচিত ব্যাটিং আক্রমণ-
সংবাদসংস্থা স্পোর্টসজীড়া’র তরফ থেকে গম্ভীরকে (Gautam Gambhir) অনুরোধ করা হয়েছিলো তাঁর আইপিএল (IPL) সতীর্থদের মধ্যে থেকে সেরা একাদশ বেছে নিতে। কখনও একসাথে সাজঘর ভাগাভাগি করে না নেওয়ায় রোহিত, কোহলি বা ধোনির মত ভারতীয় সুপারস্টারদের স্বাভাবিক কারণেই একাদশে রাখতে পারেন নি তিনি। দিল্লী ডেয়ারডেভিলস (ক্যাপিটালস) ও নাইট রাইডার্সের (KKR) হয়েই খেলেছেন ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতায়। সেই দুই দলের সদস্যদেরই পছন্দের একাদশে সামিল করেছেন তিনি। ওপেনিং-এ নিজের সাথে জায়গা দিয়েছেন রবিন উথাপ্পা’কে (Robin Uthappa) । নাইট রাইডার্সে একসময় সুপারহিট ছিলো দু’জনের জুটি। বহু সাফল্য কলকাতাকে এনে দিয়েছেন দু’জনে। দিল্লীতে বীরেন্দ্র শেহবাগের সাথে খেললেও তাই উথাপ্পাকেই এগিয়ে রাখছেন গম্ভীর।
‘মিস্টার ৩৬০’ সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সাথেও কলকাতায় (KKR) খেলেছেন গম্ভীর। তাঁকে জায়গা দিয়েছেন তিন নম্বরে। প্রসঙ্গত সূর্যকুমারকে ‘স্কাই’ ডাকনামটিও উপহার দিয়েছিলেন প্রাক্তন নাইট অধিনায়কই। এরপর থাকছেন জ্যাক ক্যালিস। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারকে বাদ দিয়ে একাদশ সাজাতে পারেন নি তিনি। এরপর দুই বিগ হিটার ইউসুফ পাঠান ও আন্দ্রে রাসেলকে (Andre Russell) জায়গা করে দিয়েছেন তিনি। ‘সিটি অফ জয়’তে দুজনের সাথেই দীর্ঘ সময় কাটিয়েছেন গম্ভীর। সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। তিনিও একসময় ছিলেন নাইট সদস্য। তবে দিল্লীতে এবি ডিভিলিয়ার্সের সাথে সাজঘর ভাগাভাগি করার অভিজ্ঞতা ছিলো গম্ভীরের। টি-২০’র কিংবদন্তিকে কেন তিনি দলে রাখেন নি, তা নিয়ে থাকছেন প্রশ্ন।
গম্ভীরের পছন্দের দলে কেবল এক পেসার-
কোচ হিসেবে ভারতীয় দলে অলরাউন্ডারদের ব্যবহারের উপর বেশী জোর দিচ্ছেন গৌতম গম্ভীর। আইপিএলের সেরা দল বাছতে বসেও সেই প্রবণতাই চোখে পড়েছে তাঁর মধ্যে। ইউসুফ, ক্যালিস, রাসেল, শাকিবের পাশাপাশি তিনি জায়গা করে দিয়েছেন সুনীল নাইরানকেও (Sunil Narine)। ক্যারিবিয়ান তারকা ২০১২ সালে যখন যোগ দিয়েছিলেন নাইট রাইডার্সে, তখন রহস্য স্পিনার হিসেবেই সুবিদিত ছিলেন তিনি। তাঁর ব্যাটিং দক্ষতা কাজে লাগানোর প্রয়াস করেন গম্ভীরই। ক্রিস লিনের সাথে ২০১৬ সালে ওপেন করতে দেখা গিয়েছিলো নারাইন’কে। গত বছর মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে ফের নারাইনকেই ফিরিয়েছিলেন ওপেনিং স্লটে। ছিনিয়ে নিয়েছিলেন সাফল্য। রয়েছেন লেগস্পিনার পীয়ূষ চাওলা (Piyush Chawla)। একাদশের একমাত্র দিল্লী সদস্য হিসেবে থাকছেন ড্যানিয়েল ভেত্তরি। একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসেবে তিনি বেছেছেন মর্ণি মর্কেলকে (Morne Morkel)।
এক নজরে দেখে নিন গম্ভীরের পছন্দের একাদশ-
গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, সূর্যকুমার যাদব, জ্যাক ক্যালিস, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, সুনীল নারাইন, পীয়ূষ চাওলা, ড্যানিয়েল ভেত্তরি, মর্ণ মর্কেল।