gambhir-mocks-hardik-shami-in-an-event

সম্প্রতি কমেডিয়ান কপিল শর্মা’র অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সঙ্গে ছিলেন টিম ইন্ডিয়ার তিন তারকা ঋষভ পন্থ, অভিষেক শর্মা ও যুজবেন্দ্র চাহাল। হাল্কা মেজাজের অনুষ্ঠানে তৈরি হলো বহু চমকপ্রদ মুহূর্ত। ফাঁস হলো কিছু ড্রেসিংরুম ‘সিক্রেট’ও। হাসিঠাট্টায় মাতলেন ক্রিকেটদুনিয়ার তারকারা। একে-অপরকে নিয়ে মজাও করতে দেখা গেলো ঋষভ পন্থ, চাহালদের। তবে লাইমলাইট কেড়ে নিয়ে গেলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বাইশ গজের দুনিয়ায় তাঁকে ‘গাম্ভীর্য্য’ বজায় রেখেই চলতে দেখতে অভ্যস্ত সকলে। বড় একটা হাসেন না তিনি। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, তার কোনো প্রতিফলন দেখা যায় না তাঁর অভিব্যক্তিতে। সেই গম্ভীরকেই এক নয়া অবতারে দেখা গেলো ‘দ্য কপিল শর্মা শো’তে। নিজে যেমন হাসলেন, তেমন হাসালেন অন্যদেরও।

Read More: ম্যাচ জিতেও বিতর্কে শুভমান গিল, অধিনায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে বিসিসিআই !!

হাসিখুশি মেজাজে গম্ভীর-

Hardik Pandya and Gautam Gambhir | Image: Getty Images
Hardik Pandya and Gautam Gambhir | Image: Getty Images

অনুষ্ঠানে সঞ্চালক কপিল প্রশ্ন করেছিলেন “জামাইয়ের মত আচরণ কে করে? কার বায়নাক্কা সবচেয়ে বেশী?” গম্ভীর (Gautam Gambhir) বা অন্যান্য অতিথিরা উত্তর দেওয়ার আগেই অর্চনা পূরণ সিং বলে বসেন, “আমার মনে হয় হার্দিক পান্ডিয়া।” অভিনেত্রীর এই মন্তব্যের পরেই হাসির ঝড় বয়ে যায় স্টুডিও জুড়ে। সেই অট্টহাস্যে সামিল হন ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহালরাও। গম্ভীরের মুখেও খেলে যায় হাসির ঝিলিক। অর্চনার সন্দেহে সিলমোহর দেন টিম ইন্ডিয়ার হেড কোচ। বলেন, “ওকে ওভাবেই খাতির করতে হয়। একেবারে জামাই আদরের মত।” “দলের জামাইবাবু কে? যে কিনা সব কিছু নিয়ে অভিযোগ করেন?” উত্তরে পন্থ ও চাহাল শামি’র নাম বললে, গম্ভীরের সরস টিপ্পনি, “এমন জামাইবাবু যে দুই বছর ঘরেই আসে নি।” চোটের জন্য সত্যিই দীর্ঘ সময় খেলতে পারেন নি পেস তারকা। সেদিকেই ইঙ্গিত ছিলো তাঁর।

ক্রিকেট মাঠে অধিকাংশ সময় কোনো রকম আবেগ চোখে পড়ে না গম্ভীরের (Gautam Gambhir) মধ্যে। থাকেন নির্বিকার। হাসেন না কেন? প্রশ্নবাণ ছুঁড়ে দিয়েছিলেন কপিল শর্মা। জবাব দিতে গিয়ে স্ট্রেট ব্যাটেই খেলেছেন দিল্লীর প্রাক্তনী। বলেন, “আমি নির্বিকার থাকি যাতে অন্যেরা হাসতে পারে। কাউকে তো সেই ভূমিকাটা নিতেই হয়।” গম্ভীর মজার ছলে উত্তর দিলেও এই মন্তব্য থেকে খেলার প্রতি তাঁর ফোকাস ও দলের প্রতি তাঁর দায়িত্বজ্ঞান স্পষ্ট হয়েছে। দল ও দেশের জন্য তিনি যে সর্বস্ব পণ করতে রাজী, তা নিজেও জানিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। বলেছেন, “সবাই বলে যে আমি মাঠে লড়াই করি। কিন্তু কাদের জন্য লড়াই করি? সেটা সবসময় আমার দেশের জন্য। নিজের জন্য নয়।” অভিব্যক্তিতে ধরা না পড়লেও তাঁর হৃদয়ে জমে থাকা আবেগ স্পষ্ট বোঝা গিয়েছে সাক্ষাৎকারে।

নয়া অবতারে গম্ভীর, দেখুন ভিডিও-

সম্পর্কে সিলমোহর চাহালের ?

Yuzvendra Chahal and RJ Mahvash | Image: Twitter
Yuzvendra Chahal and RJ Mahvash | Image: Twitter

চলতি বছরের মার্চ মাসে নৃত্যশিল্পী ও সোশ্যাল মিডিয়া তারকা ধনশ্রী বর্মা’র সাথে ডিভোর্স হয়েছে স্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। বিচ্ছেদের পরে তাঁকে বেশ কয়েকবার দেখা গিয়েছে রেডিও জকি মাহবেশের সঙ্গে। আইপিএল চলাকালীন’ও হরিয়ানার লেগস্পিনারের সমর্থনে গ্যালারিতে গলা ফাটাতে দেখা গিয়েছে সেলিব্রিটি আরজে’কে। ভাইরাল হয়েছে তাঁদের দু’জনের সেলফি। নয়া সম্পর্কে জড়িয়েছেন তারকা ক্রিকেটার? কপিলের শো’তে সেই প্রশ্নের সম্মুখীন হতে হলো তাঁকে। চাহালের সাদা টি-শার্টে একটি লিপস্টিকের দাগ দেখিয়ে কমেডিয়ান কিকু সারদা প্রশ্ন করেন, “এসব কি চলছে যুজবেন্দ্র চাহালজি? ওনার পরিচয় গোটা ভারত জানতে চায়।” ইঙ্গিতপূর্ণ উত্তর দেন স্পিন তারকা। বলেন, “ভারত ইতিমধ্যেই জেনে গিয়েছে।” প্রকারান্তরে মাহবেশের সাথে সম্পর্কে সিলমোহর দিলেন চাহাল, মনে করছে ক্রিকেটজনতা।

Also Read: এই বলিউড অভিনেত্রীর জন্যই বন্ধুত্বের সম্পর্ক ভেঙেছিল ধোনি ও যুবরাজের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *