শ্রীলঙ্কা সিরিজেই ওডিআই থেকে বিদায় নিচ্ছেন রোহিত-বিরাট, গম্ভীরের বয়ানে হলো বড় খোলাসা !! 1

আজ মেগা ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL), দুই দলের কাছেই আজকের কাছে খুবই গুরুত্বপূর্ণ হলেও আজ শেষবারের মতন ওডিআই ফরম্যাটে মাঠে নামতে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। জাতীয় দলের দুই কিংবদন্তি খেলোয়াড় বিশ্বকাপ ২০২৩’এর মঞ্চে একসাথে বিদায় জানিয়েছিলেন। তবে এবার কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বয়ানে হলো বড় খোলাসা। ভারতীয় দলের দুই কিংবদন্তি খেলোয়াড়কে শ্রীলঙ্কা সফরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন কোচ গম্ভীর। তবে দলের গুরু দায়িত্ব পাওয়ার পরেই ক্ষমতার অপপ্রয়োগ করতে শুরু করে দিয়েছেন গম্ভীর।

শ্রীলঙ্কায় শেষ ম্যাচ খেলছেন রোহিত-বিরাট

Rohit Sharma and Virat Kohli, gambhir
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

ভারতীয় দলের কোচের পদে একই সফরে দ্বিতীয় সিরিজে ভারতীয় দলকে নির্দেশনা দিচ্ছেন গম্ভীর। তবে, এই সিরিজেই রোহিত ও বিরাটকে ছাঁটাই করবেন বলে জানিয়েছেন গম্ভীর। অধিনায়ক হিসেবে রোহির শর্মা ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল এবং ব্যাট হাতেও অসাধারণ প্রদর্শন দেখিয়েছিলেন তিনি। এমনকি, চলতি সিরিজেও ব্যাট হাতে দুটি ম্যাচে দুটি অর্ধ-শতরান হাঁকিয়ে ফেলেছেন রোহিত। অন্যদিকে কোহলি বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রান বানিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হলেও শ্রীলঙ্কা সফরে শান্ত বিরাটের ব্যাট।

Read More: টলছেন কাম্বলি, প্রাক্তন তারকার শারীরিক অবস্থা দেখে স্তম্ভিত ক্রিকেটবিশ্ব !!

প্রথম ওডিআই ম্যাচে কোহলি ৩২ বলে ২৪ এবং দ্বিতীয় ম্যাচে ১৯ বলে ১২ রান বানিয়েছেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট ১২ ইনিংসে কেবলমাত্র একবার অর্ধ-শতরানের গন্ডি টপকাতে সক্ষম হয়েছেন। ধীর গতির উইকেটে স্পিন খেলার কৌশলে ফাটল লক্ষ করা গিয়েছে বিরাটের ব্যাট থেকে। আর এই পরিস্থিতিতে বিরাটকে আর বেশি সুযোগ দিতে চাইবেন না গম্ভীর।

বড় বয়ান দিলেন গম্ভীর

Gautam Gambhir, rohit sharma
Gautam Gambhir | Image: Twitter

অন্যদিকে রোহিত শর্মার কথা বলতে গেলে, তিনি চলতি সময়ে খেলার বেশ পরিবর্তন এনেছেন। পাওয়ার দলের ফায়দা তুলে আক্রমণাত্মক ভাবে সূচনা দিতে দেখা যাচ্ছে রোহিত শর্মাকে। তবে পাওয়ার প্লেতে ভালো সূচনা দেওয়ার পরেই মিডিল ওভারে নিজের উইকেট ছুড়ে দিচ্ছেন রোহিত। পাশাপাশি তার ফিটনেসের বেশ খামতিও দেখা গিয়েছে। গম্ভীর শ্রীলঙ্কা সফরের আগে সংবাদ সম্মেলনীতে জানিয়ে দিয়েছিলেন, “যদি কোনো খেলোয়াড় ফিট থাকেন তাকে তিন ফরম্যাট খেলতে হবে, কেউ যদি খেলতে খেলতে যদি চোট পান তাহলে তাকে চোট সারিয়ে আবার দলে প্রবেশ করতে হবে।

তিনি আরও জানিয়ে দিয়েছিলেন যে ভারতকে বিজেতা বানাতে সবকিছু করতে রাজি গম্ভীর। মন্তব্য করে তিনি বলেছিলেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতকে গর্বিত করার। তার জন্য আমাদের উভয়েরই কঠোর পরিশ্রম করা উচিত। এটাই আমাদের কাজ।” তার করা এই মন্তব্য থেকে স্পষ্ট যে তিনি দলের কাজে রোহিত-বিরাটরা না আসলে তাদেরকে ছাঁটাই করতে দ্বিধাবোধ করবেন না গম্ভীর।

Read Also: Gautam Gambhir: রোহিত শর্মার আগে চলবে না গম্ভীরের দাদাগিরি, শ্রেয়াসকে বাদ দিয়ে এই খেলোয়াড়কে করাবেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *