শ্রীলঙ্কা সিরাজের পরেই হেড কোচের পদ থেকে ইস্তফা দিলেন গৌতম গম্ভীর, আতঙ্কে BCCI !! 1

প্রথম সিরিজেই ইতি পড়তে চলেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ের ক্যারিয়ারের। ভারতকে বিশ্বকাপ জেতানোর তাগিদে দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন গৌতম গম্ভীর। তবে তিনি সম্পূর্ণ ভাবে ব্যার্থ হয়েছেন দলের দায়ভার গ্রহণ করতে। চলতি সময়ে গৌতম গম্ভীর শ্রীলঙ্কা সফরে ভারতীয় সিনিয়র ওডিআই দলের দায়িত্ব সামলাচ্ছেন। ভারতীয় দলের এই কিংবদন্তি খেলোয়াড়কে এবার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে।

গম্ভীর ভারতীয় দলে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই নিজের পছন্দের খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ দিয়েছেন। শুধু তাই নয়, বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী টিম ইন্ডিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) নাকি গম্ভীরকে জাতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত করায় অবগত ছিলেন না। গম্ভীরের সঙ্গে কোহলির সম্পর্কের কারণে হয়তো বিসিসিআই কতৃপক্ষ বিরাটকে জানানোর প্রয়োজন বোধ করেনি।

Read More: IND vs SL: ভারতকে হারিয়ে আশায় বুক বাঁধছে শ্রীলঙ্কা, পাকিস্তানের মাটিতে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি !!

শীঘ্রই ইস্তফা দিতে চলেছেন গম্ভীর

Gautam Gambhir, rohit sharma
Gautam Gambhir | Image: Twitter

যদিও গম্ভীর (Gautam Gambhir)  ভারতীয় দলের দায়িত্ব পাওয়ার পর রোহিত শর্মা ও বিরাট কোহলিকে এই বড় সিরিজ খেলার জন্য বাধ্য করিয়েছিলেন। গম্ভীরের কথা মতন রোহিত ও বিরাট চলতি সিরিজে অংশগ্রহণ করেছে। তবে আপাতত সিরিজে রোহিতের ব্যাট থেকে দুটি অর্ধ-শতরান দেখা গেলেও বিরাটের ব্যাট ছিল শান্ত। পুরো সিরিজে রোহিত সর্বাধিক স্কোর করেছেন। যেখানে কোহলি পরপর তিন ম্যাচে স্পিনারদের বলে এলবিডব্লুউ আউট হয়েছেন। ৩ ম্যাচে ১৯.৩৩ গড়ে ৫৮ রান বানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, দুই সিনিয়র প্লেয়ারকে ফিরিয়ে আনায় গম্ভীরের উপর মেজাজ হারিয়েছে বিসিসিআই। রোহিতের ক্যাপ্টেনসি ও বিরাটের ফর্ম নিয়ে আবার সংশয় প্রকাশ করতে পারে বিসিসিআই। যদিও ভারতীয় দলের কোচ হওয়ার আগে গম্ভীর বিসিসিআইকে জানিয়ে দিয়েছিলেন তিনি তার পছন্দ মতন খেলোয়াড়দের বাছাই করবেন। বিসিসিআই তার সিদ্ধান্ত না মানলে তিনি ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দিতে পারেন।

সংশয়ে পড়বে বিসিসিআই

BCCI, rahul dravid, virat kohli,ipl 2024, t20 wor
BCCI | Image: Getty Images

গম্ভীর (Gautam Gambhir) দলের দায়িত্ব ছেড়ে দিলে বিসিসিআইকে আবার নতুন একজন কোচকে খুঁজতে হবে , শুধু তাই নয় ভারতীয় দলের কোচ হতে গেলে প্রায় ১০ মাস দলের সঙ্গে সময় কাটাতে হবে, আর এই পরিস্থিতিতে কেউই ভারতীয় দলের কোচ হতে ইচ্ছাপ্রকাশ করেননি। বিদেশী কোনো প্লেয়ার ভারতীয় দলের সঙ্গে ১০  মাস কাটাতে পারবে না বলে আগে থেকেই জানিয়ে দিয়েছিলো ।

ভারতীয় খেলোয়ারদের মধ্যে ডব্লু ভি রমন যিনি আগে ভারতীয় মহিলা দলের কোচ ছিলেন এবং গৌতম গম্ভীরই (Gautam Gambhir) কোচ হওয়ার পদে আবেদন জানিয়েছিলেন। চুলচেরা বিচারে গম্ভীরকে দলের কোচ করা হয়েছিল,  এই পরিস্থিতিতিতে তিনি দলের কোচিং ছেড়ে দিলে সংশয়ে পড়বে বিসিসিআই (BCCI)।

এমনকি ২০০৭ সালের বিজেতা ভারতীয় দলের সদস্য যোগীন্দর শর্মা গম্ভীরের সমালোচনা করে বলেছিলেন, “গৌতম গম্ভীর দলকে ভালো করেই সামলাতে পারেন। কিন্তু, আমার মনে হয় যে ভারতীয় দলের কোচ হিসেবে দীর্ঘদিন থাকতে পারবেন না।”

Read Also: Gautam Gambhir: KL রাহুল’কে ধোঁকা দিলেন কোচ গম্ভীর, দিলেন না ২০০তম ম্যাচ খেলার সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *