অ্যাডিলেডে শেষ হলো হার্ষিত রানার ক্যারিয়ার, গম্ভীর দেবেন না দ্বিতীয় সুযোগ !! 1

Gautam Gambhir: পার্থের মাটিতে দুর্দান্ত টেস্ট ম্যাচ জয়লাভের পর ভারতীয় দল গোলাপি বলে টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে একেবারে নাস্তানাবুদ হয়েছে। দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারুদের বিরুদ্ধে ভারতীয় দল ১৪ ডিসেম্বর থেকে তাদের তৃতীয় ম্যাচটি খেলতে চলেছে। আর তৃতীয় টেস্টে দলে দেখা যাবে বড় পরিবর্তন। দল থেকে বাদ পড়বেন হার্ষিত রানা (Harshit Rana)। ঘরোয়া ক্রিকেটে হার্ষিত বেশ কয়েকটি ম্যাচে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছেন, এমনকি দুলীপ ট্রফির মঞ্চে তার প্ৰদর্শন ছিল বেশ ভালই। ঘরোয়া ক্রিকেটে একের পর এক দুর্দান্ত প্রদর্শনের পর জাতীয় দলে ডাক পান তিনি। বিগত দুই-তিন মাস ধরে দলের সঙ্গে থাকার পর অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তার ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ট্রাফিস হেডকে আউট করে তার টেস্ট ক্যারিয়ার শুরু করেন।

দ্বিতীয় টেস্টে চরম ব্যার্থ হয়েছেন রানা

Ind vs aus,gambhir
Harshit Rana and Travis Head | Image: Getty Images

তাছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে চারটি উইকেট নিয়েছিলেন গোলাপি বলের খেলায়। ভারতীয় দলকে বিদেশের মাটিতে বেশিরভাগ সময়তেই তৃতীয় পেসারের অভাব বোধ করতে হয়েছে। চলতি সময় চোটের কারণে বাইরে রয়েছেন মোহাম্মদ শামি (Mohammed Shami)। যতদিন পর্যন্ত তিনি দলে না ফেরেন ততদিন ভারতকে তৃতীয় পেসারের সমস্যায় ভুগতে হবে। বাংলার আকাশ দ্বীপ (Akash Deep), মুকেশ কুমার (Mukesh Kumar) এমনকি প্রসিদ্ধ কৃষ্ণাদের (Prasiddh Krishna) মতন বোলারদের ব্যবহার করেছে ভারতীয় দল। তবে অলরাউন্ডিং পারফরম্যান্স পাওয়ার আশায় অস্ট্রেলিয়াতেই অভিষেক হলো তার প্রথম ম্যাচে। তার প্রদর্শনে মুগ্ধ হয়েছিল টিম ম্যানেজমেন্ট যে কারণে দ্বিতীয় ম্যাচেও সরাসরি জায়গা পেয়েছেন তিনি।

Read More: “ভারতীয় ক্রিকেটের ব্ল্যাক ডে….” বাংলাদেশের বিরুদ্ধে অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপ ফাইনালে হারলো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু চর্চা !!

তৃতীয় টেস্ট থেকে হার্ষিতকে ছাঁটাই করবেন গম্ভীর

Gautam Gambhir,
Gautam Gambhir | Image: Getty Images

তবে গোলাপি বলের খেলাতে একেবারেই ছন্দহীন দেখা গিয়েছিল হার্ষিতকে (Harshit Rana)। ব্যাট হাতে দুই ইনিংসেই খাতা খুলতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তাছাড়া বল হাতে ১৬ ওভারে ৮৬ রান দিয়েছেন যা টেস্ট ক্রিকেটে নিরিখে নিত্যান্তই বেশি। এই পরিস্থিতিতে তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে দেখা যেতে পারে বড় পরিবর্তন। আর এখানেই শেষ হবে হার্ষিত রানার পথ চলা। প্রসঙ্গত, ২০২৪ সালের আইপিএলের মঞ্চে গৌতম গাম্ভীর কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর হিসেবে যোগদান করেছিলেন। আর নাইট রাইডার্স দলের হয়ে গত আইপিএল মৌসুমে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন হার্ষিত রানা। যার ফলেই গম্ভীর খুব কাছ থেকেই তাকে সাফল্য পেতে দেখেছেন যে কারণেই খুব সহজেই জাতীয় দলে এন্ট্রি হয়েছে তার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত নিজের সেরাটা দেখাতে পারেননি হার্ষিত, যে কারণে তৃতীয় টেস্টে তার পরিবর্তন আবশ্যক।

Read Also: Gautam Gambhir: গম্ভীর সরতেই শোচনীয় হাল নাইট রাইডার্সের, ব্র্যাভো’র এই তিন ভুলে ডুবলো ফ্র্যাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *