বাংলাদেশের বিরুদ্ধে মাস্টার প্লান গৌতম গম্ভীরের, ঋষভ পন্থ করবেন ইনিংসের সূচনা !! 1

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্দান্ত চাল চালতে চলেছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গাম্ভীর। কোচ হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে চলেছে গাম্ভীরের (Gautam Gambhir)। ভারতীয় দলের এই কিংবদন্তি কোচ তার নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়ার পর থেকে নানা রকম সিদ্ধান্ত নিতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলনে একটি বয়ান দিয়েছেন গৌতম গাম্ভীর। যা শুনে রীতিমতো হক চকিয়েছে নেটিজেনরা।

গৌতম গাম্ভীর (Gautam Gambhir) টি-টোয়েন্টি ক্রিকেটে সুনীল নারায়ণের (Sunil Narine) মতন খেলোয়াড়কে অলরাউন্ডার খেলোয়ারে পরিণত করেছেন। কলকাতা নাইট রাইডার্স এর হয়ে রূপরেখা বদলে দিয়েছিলেন সুনীল নারিন দীর্ঘ দশ বছর পর নাইট রাইডার্স এর ট্রফি জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সুনীল এবার টেস্ট ক্রিকেটেও ঠিক একই ধরনের ক্রিয়া-কলাপ করাতে চলেছেন ভারতীয় দলের কোচ গৌতম গাম্ভীর। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য সাংবাদিক সম্মেলনে একটি বড় ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গাম্ভীরের বয়ান অনুযায়ী ঋষভ পান্থকে (Rishabh Pant) দায়িত্ব দিতে চলেছেন ম্যাচের সূচনা।

ঋষভ পন্থকে গুরুদায়িত্ব দিলেন গম্ভীর

Rishabh Pant, gautam.gambhir
Gautam Gambhir and Rishabh Pant | Image: Getty Images

গম্ভীর বলেন, ” এখানে সবাই যোগ্য বাদ দেওয়ার কিছুই নেই একাদশ সঠিক রাখতে খেলোয়াড়দের বাছাই করতে হয়। জুড়েল একজন অসাধারণ খেলোয়াড়। তবে পন্থ প্রথম পছন্দের তাই জুড়েলকে অপেক্ষা করতে হবে। একইভাবে সারফারাজ কেও অপেক্ষা করতে হবে। ওরা পরে সুযোগ পাবে। আমি মনে করি কে এল রাহুল এবং ঋষভ পন্থ দুজনেই মিডল অর্ডারে প্রথম পছন্দ হতে চলেছেন।”

দলের সিনিয়র খেলোয়াড়দের অতিরিক্ত সুযোগ দিতে চান গৌতম। মন্তব্য করে তিনি বলেছেন, “আমি এই দলের অনেক ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলেছি। তাদের সাথে যে সম্পর্ক ছিল সেটাই এগিয়ে নিয়ে যেতে চাই। দলে সমস্ত সিনিয়র খেলোয়াড়দের সাথে আমার সম্পর্ক ভালো তাই ওদের সাথে কাজ করতে আমার কোন অসুবিধা হচ্ছে না।”

চেন্নাই টেস্ট শুরু হওয়ার আগে সাংবাদিক বৈঠকে পন্থকে নিয়ে মন্তব্য করে বলেন, “আমি জয়ে বিশ্বাস করি। কোনও ক্রিকেট দলকেই আমরা ভয় পাই না। তবে বিপক্ষ দলকে আমরা সম্মান করেই মাঠে নামবো বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই হবে। পন্থ অবশ্যই সিরিজের সূচনা করবেন। স্পিনারদের বিরুদ্ধে তিনি যেভাবে ব্যাটিং করেছেন তাতে কারোর কোন সন্দেহ নেই। ও ভারতের হয়ে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছে। আমরা জানি কতটা ভয়ানক হতে পারেন পন্থ।”

Read Also: Gautam Gambhir: বাংলাদেশের বিরুদ্ধে এই খেলোয়াড় হবে টিম ইন্ডিয়ার ‘সুনীল নারায়ণ’, নেটে কঠোর পরিশ্রম করাচ্ছেন গৌতম গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *