ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজে পরাস্ত হতে হয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) টিম ইন্ডিয়াকে। এবার ভারতকে আসন্ন দিনে চ্যাম্পিয়ন বানাতে বড় ভূমিকা নিতে চলেছেন গৌতম গম্ভীর। তার নেওয়া এক সিদ্ধান্ত বদলে দেবে পুরো ভারতীয় দলের ভবিষ্যৎ। ভারতীয় ক্রিকেট দল সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও ওডিআই দলের ভারসাম্য হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া।

অন্যদিকে কিংবদন্তি প্লেয়ার গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) বিসিসিআই দলের প্রধান কোচ বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল। ঠিক সেই সময়েই বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য বিসিসিআইয়ার কাছে একাধিক শর্ত রেখেছিলেন গৌতম গম্ভীর। আর সেই শর্তের মধ্যে একটি শর্ত ছিল নিজের পছন্দের সতীর্থ কোচ বেছে নেওয়া। তার কথা অনুযায়ী বিসিসিআই ভারতের বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার মরনে মরকেলকে (Morne Morkel) নিয়োগ করেছে।

Read More: টিম ইন্ডিয়াতে ব্রাত্য বিরাটের পছন্দের এই ফাস্ট বোলার, সুযোগ দেবেন না গম্ভীর !!

ভারতীয় দলের কোচ হচ্ছেন মরকেল

গম্ভীরের নেওয়া এই সিদ্ধান্তে বিশ্বকাপ কনফার্ম করলো টিম ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকায় নেবেন ২০০৩'এর বদলা !! 1
Morne Morkel | Image: Getty Images

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন এই প্রোটিয়া পেসার। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আগামী মাসের প্রথম দিন থেকেই তাঁর চুক্তি শুরু হতে চলেছে। গত ওডিআই বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। এবার তিনি ভারতীয় দলে যোগদান করবেন। নিজের প্রাইমে বড় বড় ব্যাটসম্যানদের নিমেষে পরাস্ত করতেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬টি টেস্টে ৩০৯টি উইকেট, ১১৭টি ওয়ানডে ১৮৮টি উইকেট ও ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৪৭টি উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৮ সালে আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় জানান মরকেল। পাশাপশি, কোচ গম্ভীরের সঙ্গে তার কাজের সম্পর্কটাও দারুণ। এর আগে আইপিএলে একসাথে খেলেওছেন আবার একসাথে কোচিংও করেছেন।

গম্ভীরের বুদ্ধিতে কিস্তিমাত করবে টিম ইন্ডিয়া

Gautam gambhir
Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের সাথে পাকিস্তান দলেরও বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। গম্ভীর তাকে দলের কোচ করার পিছনে বেশ ভাবেচিন্তেই এই সিদ্ধান্তে পৌঁছান। কারণ ভারতকে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে হবে আর মরকেল জাতীয় দলের কোচ হওয়ার কারণে এই পরিবেশে কেমনভাবে খেলোয়াড়দের মানিয়ে গুছিয়ে নিতে হবে তা মরকেল ব্যাতিত খুব কম লোকেই নখদর্পণে। গম্ভীরের এই সিদ্ধান্তে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের বদলা নেবে টিম ইন্ডিয়া।

Read Also: Gautam Gambhir: বড় তথ্য ফাঁস করলো BCCI, রোহিতের পর শুভমান নয় বরং গম্ভীরের প্রিয়পাত্র হবেন অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *