গত ৯ জুলাই ভারতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে ট্রফি জেতার পর তাঁর মগজাস্ত্রের উপরেই ভরসা রাখে বিসিসিআই। ২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ডিসেম্বর অবধি তাঁর সাথে চুক্তি করেছেন জয় শাহ, রজার বিনি’রা। এক বড়সড় রদবদলের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। সেই বদলের ভগীরথ হওয়ার ভার রয়েছে গম্ভীরের (Gautam Gambhir) কাঁধে। দায়িত্ব নেওয়ার পরেই কিছু কিছু বিষয়ে নতুনত্ব এনেছেন তিনি। দলে অলরাউন্ডারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছেন। টি-২০তে কাজে এসেছে এই স্ট্র্যাটেজি। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ভারত। কিন্তু মুখ থুবড়ে পড়েছে ওডিআই’তে। সিরিজ খোয়াতে হয়েছে দ্বীপরাষ্ট্রে। গম্ভীর জমানার শুরুতে আতসকাঁচের তলায় কয়েকজন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন শুভমান গিল’ও।
Read More: রোহিতের এক ভুলে ভাঙবে WTC ফাইনালের স্বপ্ন, দুঃসংবাদ সমর্থকদের জন্য !!
ব্যর্থতার পরেও নিয়মিত শুভমান-
টি-২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে ছিলেন না শুভমান গিল (Shubman Gill)। জায়গা পান ট্র্যাভেলিং রিজার্ভে। একটি ম্যাচেও খেলার সুযোগ পান নি। মার্কিন যুক্তরাষ্ট্র পর্বের পরেই দেশে ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। তবে রাহুল দ্রাবিড় সরে দাঁড়ানোর পর অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন তিনি। সেখানে দুটি অর্ধশতকও করেন। ভারত টি-২০ সিরিজ জেতে ৪-১ ফলে। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই ডাক পান তিনি। ২০ ওভার ও পঞ্চাশ ওভারের ফর্ম্যাট মিলিয়ে ৫টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু সাফল্য ধরা দেয় নি তাঁর ব্যাটে। কোচ গম্ভীরের (Gautam Gambhir) আস্থার মর্যাদা দেওয়া সম্ভব হয় নি তাঁর পক্ষে। প্রথম টি-২০তে করেন ৩৪, তৃতীয়টিতে ৩৭ বলে করেন ৩৯ ও তিনটি একদিনের ম্যাচে তাঁর রান সংখ্যা কেবল ১৬, ৩৫ ও ৬।
শ্রীলঙ্কা সফরে একাদশ নিয়ে প্রতিটি ম্যাচেই বড়সড় পরীক্ষানিরীক্ষা করেছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) । কখনও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) আবার কখনও অক্ষর প্যাটেলকে চার নম্বরে ব্যাট করতে পাঠিয়েছেন। কখনও আবার শ্রেয়স আইয়ার ও কে এল রাহুলকে (KL Rahul) ব্যাটিং অর্ডারে ছয় বা সাত নম্বরে নামিয়ে দিয়েছেন চার ও পাঁচ নম্বর থেকে। কিন্তু শুভমানের বেলায় পরীক্ষানিরীক্ষার ধারকাছ দিয়েও যান নি তিনি। তাঁকে সুযোগ করে দিয়েছেন নিজের পছন্দের ওপেনিং পজিশনে খেলার। কিন্তু তাতেও বিশেষ লাভ হয় নি। রাহুল, আর্শদীপ’রা অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে। কিন্তু গম্ভীরের (Gautam Gambhir) ‘ব্লু আইড বয়’ শুভমান’কে (Shubman Gill) সেই শাস্তিও পেতে হয় নি।
শুভমানই হতে পারেন আগামীর অধিনায়ক-
গত এক-দেড় বছর ধরেই টেস্ট ও ওডিআই দলে নিয়মিত খেলছেন শুভমান গিল (Shubman Gill)। টি-২০তে তাঁর জায়গা পাওয়া নিয়ে মাঝেমধ্যে প্রশ্ন অবশ্য উঠেছে। তবে গম্ভীরের নাম কোচ হিসেবে ঘোষিত হওয়ার পরেই বদলেছে ছবিটা। তিন ফর্ম্যাটেই যে পাঞ্জাবের তরুণকে নিয়মিত দলে চাইছেন টিম ইন্ডিয়ার নয়া প্রশিক্ষক তা দিনের আলোর মত পরিষ্কার। একইসঙ্গে আগামীর অধিনায়ক হিসেবে তাঁকে প্রস্তুত করে তোলার কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। রোহিতের অবসরের পর টি-২০ নেতৃত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব । তাঁর ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয়েছে শুভমান গিল’কে। এছাড়াও ওডিআই-তে সহ-অধিনায়ক পদ থেকে হার্দিক পান্ডিয়াকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শুভমানকে। এই বিষয়ে প্রশ্নেরও সম্মুখীন হয়েছিলেন মুখ্য নির্বাচক আগরকার। তিনি জানান, “এখনই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তবে বিষয়টি আমাদের ভাবনায় রয়েছে।”