ফিরে দেখা আইপিএল ২০০৯: ২০০৯ আসরের সেরা একাদশ , দেখে নিন 1

আইপিএলের ১২তম আসর ভারতের মাটি ছেড়ে তাবু গেঁথে বসবে দক্ষিণ আফ্রিকাতে। প্রথম অংশ আফ্রিকার মাটিতে হলেও দ্বিতীয় ভাগের ম্যাচগুলো খেলার জন্য ক্রিকেটাররা তল্পিতল্পা নিয়ে হাজির হবেন মরুভূমির দেশ দুবাইয়ে। আগামী আসরের কথা ছেড়ে এবার একটু পেছনে ফিরে তাকানো যাক।

২০০৯ সালের আইপিএল টুর্নামেন্টে কারা ছিলেন এগিয়ে? সেরা একাদশেই বা ছিলেন কারা সেই তালিকার দিকে নজর দেয়া যাক।

 

১। ম্যাথিউ হেইডেন (চেন্নাই সুপার কিংস)

ফিরে দেখা আইপিএল ২০০৯: ২০০৯ আসরের সেরা একাদশ , দেখে নিন 2

বাঁহাতি অজি এই ক্রিকেটার ২০০৯ আসরে চেন্নাইর হয়ে ১২ ম্যাচে ব্যাট হাতে ১৪৪.৮১ স্ট্রাইক রেটে ৫৭২ রান করেছেন।

২। অ্যাডাম গিলক্রিস্ট (ক্যাপ্টেন ও উইকেটরক্ষক, ডেকেন চার্জার্স)

ফিরে দেখা আইপিএল ২০০৯: ২০০৯ আসরের সেরা একাদশ , দেখে নিন 3

উইকেটের পেছনে গ্লাভস হাতে বিশ্ব ক্রিকেটে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট ২০০৯ আসরে ১৬ ম্যাচে ব্যাট হাতে ১৫২.৩০ স্ট্রাইক রেটে রান করেছেন ৪৯৫।

৩। সুরেশ রায়না (চেন্নাই সুপার কিংস)

ফিরে দেখা আইপিএল ২০০৯: ২০০৯ আসরের সেরা একাদশ , দেখে নিন 4

২০০৯ আসরে চেন্নাইয়ের জার্সি গায়ে ১৪টি ম্যাচে মাঠে নেমেছেন সুরেশ রাইনা। টুর্নামেন্ট জুড়ে ১৪০.৯০ স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৩৪ রান।

৪। এবি ডেভিলিয়ার্স (দিল্লি ক্যাপিটালস)

ফিরে দেখা আইপিএল ২০০৯: ২০০৯ আসরের সেরা একাদশ , দেখে নিন 5

দক্ষিণ আফ্রিকান গ্রেট এবি ডি ভিলিয়ার্স দিল্লির হয়ে ১৪ ম্যাচে মাঠে নেমে ১৩০.৯৮ স্ট্রাইক রেটে ৪৬৫ রান করেছেন পুরো আসরে।

৫। রোহিত শর্মা (ডেকেন চার্জার্স)

ফিরে দেখা আইপিএল ২০০৯: ২০০৯ আসরের সেরা একাদশ , দেখে নিন 6

 

সংক্ষিপ্ত ফরম্যাটে বর্তমানে ভারতের ব্যাটিং স্পেশালিস্ট রোহিত শর্না ২০০৯ সালে ডেকেন চার্জার্সের জার্সি গায়ে ১৬ ম্যাচে ব্যাট হাতে ৩৬২ রান করার পাশপাশি বল হাতে হ্যাটট্রিক সহ উইকেট নেন ১১টি।

৬। যুবরাজ সিং (কিংস ইলেভেন পাঞ্জাব)

ফিরে দেখা আইপিএল ২০০৯: ২০০৯ আসরের সেরা একাদশ , দেখে নিন 7

ক্যানসার জয়ী এই ক্রিকেটার আগামী আসরে মুম্বাইয়ের জার্সি গায়ে জড়ালেও ২০০৯ আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১৪ ম্যাচে ব্যাট হাতে ৩৪০ রান করার পাশপাশি বল হাতে নিয়েছেন ৬টি উইকেট।

৭। ইরফান পাঠান (কিংস ইলেভেন পাঞ্জাব)

ফিরে দেখা আইপিএল ২০০৯: ২০০৯ আসরের সেরা একাদশ , দেখে নিন 8

বল হাতে মাঠে গতির ঝড় তোলার সাথে ব্যাট হাতেও দলের জয়ে অবদান রাখা ইরফান পাঠান পুরো আসরে ১৪ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৯৬ রান করার পাশপাশি বল হাতে ব্যাটসম্যানদের কাবু করেছেন ১৭ বার।

৮। অনীল কুম্বলে (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)

ফিরে দেখা আইপিএল ২০০৯: ২০০৯ আসরের সেরা একাদশ , দেখে নিন 9

২০০৯ আসলের সেরা একাদশে স্পিনার হিসেবে জায়গা পাওয়া অনীল কুম্বলে ঐ আসরে ১৬ ম্যাচে বল হাতে ওভার প্রতি ৫.৮৬ রান খরচায় উইকেট নিয়েছেন ২১টি।

৯। আরপি সিং (ডেকেন চার্জার্স)

ফিরে দেখা আইপিএল ২০০৯: ২০০৯ আসরের সেরা একাদশ , দেখে নিন 10

ডেকেন চার্জার্সের হয়ে বাঁহাতি এই বোলার ২০০৯ আসরে খেলেছেন ১৬টি ম্যাচ। যেখানে বল হাতে ওভার প্রতি ৬.৯৮ রান ব্যয় করে ঝুলিতে পুরেছেন ২৩টি উইকেট।

১০। লাসিথ মালিঙ্গা (মুম্বাই ইন্ডিয়ান্স)

ফিরে দেখা আইপিএল ২০০৯: ২০০৯ আসরের সেরা একাদশ , দেখে নিন 11

বল হাতে গতির ঝড় তোলা ডানহাতি পেসার লাসিথ মালিঙ্গা ২০০৯ আইপিএল আসরে ১৩ ম্যাচে বল করে ওভার প্রতি ৬.৩০ রান খরচ করে ব্যাটসম্যানদের ড্রেসিং রুমে পাঠিয়েছেন ১৮ বার।

১১। আশিস নেহেরা (দিল্লি ক্যাপিটালস)

ফিরে দেখা আইপিএল ২০০৯: ২০০৯ আসরের সেরা একাদশ , দেখে নিন 12

একাদশের আরেক পেসার প্রাক্তন ভারতীয় আশিস নেহেরা পুরো টুর্নামেন্টে ম্যাচ খেলেছেন ১৩টি। ১৩ ম্যাচে ওভার প্রতি ৬.৭৮ রান খরচায় উইকেট নিয়েছেন ১৯টি।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *