২. সরফরাজ খান
‘হ্যারিস শিল্ড গেম ২০০৯’ আসরে মাত্র ১২ বছর বয়সে ৪৩৯ রানের রেকর্ড গড়ে প্রদীপের আলোর নিচে আসেন সরফরাজ খান। ‘আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৪’ আসরে অনুর্ধ্ব-১৯ টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামেন এই ব্যাটসম্যান। ঐ আসরে ব্যাট হাতে ৭০.৩৩ গড়ে ২১১ রান করেন সরফরাজ।
তাঁর এই ব্যাটিং পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে আইপিএলে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু ৫০ লাখ রুপির বিনিময়ে দলে ভেড়ায় তাঁকে। তাছাড়া ২০১৬ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগাহক হন এই ব্যাটসম্যান। তবে হুট করে ইনজুরি আঘাত হানে তাঁর ক্যারিয়ারে। বর্তমানে ২০ বছর বয়স পার করছেন সরফরাজ তাই টিম ইন্ডিয়ার জার্সি এখনো গায়ে জড়ানোর বেশ সুযোগ রয়েছে এই ব্যাটসম্যানের।