৩. বিজয় জোল
মাত্র ১৭ বছর বয়সে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে মহারাষ্ট্রের পক্ষে ৪৬৭ বলে ৪৫১ রান করে নজর কাড়েন নির্বাচকদের। যার দরুন সুযোগ পেয়ে যান অনুর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ খেলার জন্য। ২০১২ সালে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ৬ ম্যাচে ১৫১ রান করেন যোল তবে ঐ আসরে উন্মুক্ত চাঁদের হাত ধরে চ্যাম্পিয়ন হয় ভারত। অন্যদিকে ২০১৪ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ক্যাপ্টেন করা হয় জোলকে আর সেখানেই ব্যার্থতার তালিকায় যুক্ত হন তিনি। অনুর্ধ্ব-১৯ দল ঐ আসরে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপের আসর শেষ করে। আর যোল ৫ ম্যাচ খেলে সাকুল্যে করেন ১২০ রান। বর্তমানে মহারস্ট্রের হয়ে খেলা এই ক্রিকেটার ২৩ বছর বয়স পার করলেও জাতীয় দলে জায়গা করে নিতে হয়েছেন ব্যর্থ।