অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা চারজন তারকা ক্রিকেটার যারা জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি ! 1

এবার জেনে নেওয়া সেই চারজন ক্রিকেটারের কথা।

 

৪. তন্ময় শ্রীবাস্তব 

অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা চারজন তারকা ক্রিকেটার যারা জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি ! 2

২০০৮ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে ভারতের সেরা ব্যাটসম্যান ও পুরো টুর্নামেন্টের তৃতীয় সেরা ব্যটসম্যান হন তন্ময়। ঐ আসরে ৫ ইনিংসে ৫২ গড়ে রান করেন ২৬২। তবে সেখানেই শুরু এবং সেখানেই যেন শেষ তিন নাম্বার পজিশনে খেলা এই ব্যাটসম্যানের পারফরম্যান্স। ২০০৮-০৯ সিজনে রঞ্জি ট্রফিতে ভাল পারফরম্যান্সের উপহার স্বরূপ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের তাবুতে ঠাই হলেও দুই ম্যাচে মাত্র ৮ রান করায় সেই আশারও গুঁড়ে বালি হয়। অন্যদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮১টি ম্যাচ খেলে ৪৫৯০ রান করা এই ব্যাটসম্যান বর্তমানে ২৮ বছর বয়সে পা রাখলেও জাতীয় দলের হয়ে ব্যাট-প্যাড নিয়ে মাঠে নামতে পারেননি।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *