সারা বিশ্বে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা সাথে বাড়ছে ক্রিকেট খেলুড়ে দেশের সংখ্যাও। অন্যদিকে যদি ভারতের দিকে চোখ বুলানো যায় তাহলে দেখা যাবে ক্রিকেটে জনপ্রিয়তা কিংবা প্রতিযোগিতার দিক থেকে অন্য যেকোনো দেশকে ছাড়িয়ে গেছে ভারত।
সাধারণত একটি দেশের ক্রিকেট দলে নতুন ক্রিকেটার বাছাই করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে অনুর্ধ্ব-১৯ দল। তরুণ ক্রিকেটারদের যোগ্য যোদ্ধা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ও জাতীয় দলের ভবিষ্যৎ কাণ্ডারি বেছে নেয়া হয় মূলত এখান থেকেই। তবে ভারতের হয়ে অনুর্ধ্ব-১৯ দলে খেলা এমন চারজন তারকা ক্রিকেটার রয়েছেন যাদের বয়স বাড়লেও জাতীয় দলের দরজা উন্মুক্ত হয়নি এখনও।