চার ক্রিকেটার যারা টপকে যেতে পারে শচীন তেন্ডুলকারের ৪৯ টি একদিবসীয় শতরানের রেকর্ড 1
১. বিরাট কোহলিচার ক্রিকেটার যারা টপকে যেতে পারে শচীন তেন্ডুলকারের ৪৯ টি একদিবসীয় শতরানের রেকর্ড 2

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের ” সম্রাট ” বলা চলে বিরাট কোহলি কে ।তার ব্যাটিংয়ের গুণমুগ্ধ গোটা বিশ্ব । শচীন তেন্ডুলকারের ৪৯ টি ওয়ানডে শতরানের রেকর্ড ভাঙার সম্ভাবনা সবচেয়ে বেশি তিনি হলেন কোহলি। ভারত অধিনায়কের এই মুহূর্তে ওয়ানডে শতরানের সংখ্যা ৪৩ টি অর্থাৎ “ক্রিকেট ঈশ্বর” এর রেকর্ড ভাঙতে তার প্রয়োজন আর মাত্র ৭ টি একদিবসীয় শতরান।

একদিবসীয় ক্রিকেটের এই মুহূর্তে এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি ভারতের খেলেছেন ২৪৮ টি ম্যাচ , তার রান সংখ্যা ১১,৮৬৭ । ৫৯.৩৩ গড়ে এই রান গড়েছিলেন তিনি।তার স্ট্রাইক রেট – ৯৩.২৫ । সাম্প্রতিক সময়ে এক দুরন্ত রেকর্ডের অধিকারী হয়েছিলেন ভারতীয় অধিনায়ক। এক দশকে কুড়ি হাজার রান করার রেকর্ড করেছিলেন তিনি , যে রেকর্ড করতে পারিনি এখন অব্দি কোন ব্যাটসম্যান ।এই কৃতিত্ব তিনি করেছিলেন স্পর্শ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে তার ৪৩ তম ওয়ানডে সেঞ্চুরির মধ্যে দিয়ে। শুধুমাত্র শচীনের এক দিবসীয় ক্রিকেটের শতরানের রেকর্ডটি নয় ,কোহলির পক্ষে ভাঙ্গা সম্ভব তার সবধরনের ক্রিকেট মিলিয়ে ১০০ টি শত রানের রেকর্ড ।এই কৃতিত্ব গড়ার থেকে আর ৩০ টি সেঞ্চুরি দুরে।

এই রেকর্ড ভাঙার তালিকায় অন্যান্য ব‍্যাটসম‍্যানের তুলনায় অনেকটাই এগিয়ে বিরাট কোহলি ,তাই এক ক্রিকেট কিংবদন্তীর রেকর্ড ভাঙবেন পরবর্তী প্রজন্মের আরও এক ক্রিকেট কিংবদন্তী, এখন তারই অপেক্ষায় রয়েছেন গোটা দেশের ক্রিকেট ভক্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *