৪. কুইন্টন ডি’ কক
সাউথ আফ্রিকার এক অন্যতম তরুণ ক্রিকেট প্রতিভা। বয়সে ছোট হলে হবে কি ইতিমধ্যে তার চওড়া ব্যাট ভরসা যোগাচ্ছে সাউথ আফ্রিকাকে ক্রিকেট দলকে।সাম্প্রতিক সময়ে একের পর এক ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে জয় এনে দিয়েছিলেন তিনি।
তরুণ তুর্কি এই ব্যাটসম্যান এই মুহূর্তে রয়েছেন দুরন্ত ফর্মে। ইতিমধ্যে তিনি খেলে ফেলেছেন ১১৮ টি ওয়ান ডে ম্যাচ, রয়েছে ১৫ টি সেন্চুরী , অনেকেই মনে করেন ডি’ ককের পক্ষে শচীন টেন্ডুলকারের ৪৯ টি ওয়ানডে সেঞ্চুরি রেকর্ড ভেঙে ফেলা সম্ভব ।
সাম্প্রতিক সময়ে সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ডের ওয়ানডে সিরিজে তিনি তার দলের হয়ে কার্যকারী ভূমিকা নিয়েছিলেন। তাঁর দূরন্ত সেঞ্চুরী উপর ভর করে সিরিজে সমতায় ফিরেছিলেন প্রোটিয়াসরা শুধুমাত্র ব্যাটিং নয় তার উইকেট কিপিং’ও বাড়তি ভারসাম্য প্রদান করে ” গ্রেম স্মিথ ” এর দেশকে।