চার ক্রিকেটার যারা টপকে যেতে পারে শচীন তেন্ডুলকারের ৪৯ টি একদিবসীয় শতরানের রেকর্ড 1

বিস্ময় প্রতিভা থেকে বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি ! এক গর্বের দীর্ঘ ২৪ বছরের জার্নি। তাকে নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই। দশকের পর দশক তিনি বিশ্ব ক্রিকেটকে উপহার দিয়েছেন এক অবিস্মরণীয় ক্রিকেট বিনোদনের , তিনি সচিন তেন্ডুলকর। ক্রিকেট জীবনে তিনি ছুঁয়েছেন একের পর এক মাইলস্টোন। তার তৈরি সব রকম ফরম্যাটে মিলিয়ে ১০০ টি শতরান গড়ার রেকর্ড এখনো ছুঁতে পারেনি কেউই।এছাড়া এমন অনেক অনেক রেকর্ড আছে যারা কাছে পৌঁছাতে পারেনি এখনকার ক্রিকেটাররা।চার ক্রিকেটার যারা টপকে যেতে পারে শচীন তেন্ডুলকারের ৪৯ টি একদিবসীয় শতরানের রেকর্ড 2

একদিবসীয় ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম দিকে তিনি একজন মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। কিন্তু পরবর্তী সময়ে তিনি দেশের হয়ে ওপেনিং এরপর আর ফিরে দেখতে হয়নি থাকে । ওপেন করতে নেমে তিনি ভেঙেছেন একের পর এক রেকর্ড এবং গড়েছেনোয়। আমরা পাই এক অন্য শচীনকে যিনি সেই সময় ছাড়িয়ে গিয়েছিলেন তাঁর সমসাময়িক সকল প্রতিদ্বন্দ্বী কে। এক দিবসীয় ক্রিকেট তার শতরানের রেকর্ড ৪৯ টি ,অর্ধশত রান ৭৮ টি ,খেলেছেন ৪৫৩ টি ওয়ানডে ম‍্যাচ, রান করেছেন ১৮৪২৬ ।

এই আর্টিকেলে আমরা আলোচনা করতে চলেছি বর্তমান সময়ে মনচায় ক্রিকেটার চারা ভাঙতে চলেছে যারা যেকোনো সময় ভাঙতে পারেন সতীনের 49 টি ওয়ানডে ক্রিকেটের রেকর্ড

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *