এশিয়া কাপে ভারতের গলার কাঁটা হবে এই ৪ পাকিস্তানি তারকা, ভয়ে কাঁপছে ব্লু ব্রিগেড !! 1

৪) সাইম আইয়ুব-

এশিয়া কাপে ভারতের গলার কাঁটা হবে এই ৪ পাকিস্তানি তারকা, ভয়ে কাঁপছে ব্লু ব্রিগেড !! 2
Saim Ayub | Images: Getty Images

পাকিস্তানের তরুণ প্রতিভাবান ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছেন সাইম আইয়ুব‌ (Saim Ayub)। ২৩ বছর বয়সী এই তারকা ওপেনার হিসেবে বিধ্বংসী ব্যাটিং করে থাকেন। সাম্প্রতিক সময় ওয়েস্ট ইন্ডিজের (PAK vs WI) বিপক্ষে ৩ ম্যাচের ২০ ওভারের সিরিজে ২ টি অর্ধশতরানের সঙ্গে সংগ্রহ করেছিলেন ১৩০ রান। এছাড়াও বল হাতে ৫ টি উইকেট তুলে নিয়েছিলেন এই তরুণ তারকা। সাইম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন। ফলে ভারতের বিপক্ষে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) যেকোনো সময় ম্যাচের রঙ বদলে দিতে পারেন তিনি।

Read Also: গণেশ চতুর্থীতে নতুন বান্ধবীর সঙ্গে পরিচয় করালেন পৃথ্বী শ’, রূপে দীপিকা-অনুষ্কাদের খাওয়াবেন জল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *