four-kkr-stars-in-asia-cup-2025-squad

এশিয়া কাপ (Asia Cup 2025) আদৌ আয়োজিত হবে কিনা তা নিয়েই একটা সময় ছিলো বড়সড় অনিশ্চয়তা। পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা আদৌ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার ব্যাপারে সবুজ সংকেত দেবে না, অনুমান করেছিলো ক্রিকেটমহল। কিন্তু শেষমেশ সেই পথে হাঁটে নি বিসিসিআই। বরং বাংলাদেশে আয়োজিত বৈঠকে এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজনের পক্ষেই মত দিয়েছে তারা। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। চলবে ২৮ তারিখ অবধি। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্ব ও নক-আউট মিলিয়ে সর্বোচ্চ তিনবার মুখোমুখি হতে পারে দুই দল। টুর্নামেন্টের সূচি ঘোষণার পর থেকেই ভারতের সম্ভাব্য স্কোয়াড নিয়ে শুরু হয়েছে চর্চা। সূত্রের খবর অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে দল ঘোষণা করতে পারে বিসিসিআই।

Read More: ৬, ৬, ৬, ৬…রঞ্জি ট্রফিতে ঋষভ পন্থ ম্যাজিক, দুর্দান্ত ট্রিপল সেঞ্চুরি বাম হাতি ব্যাটারের !!

এশিয়া কাপে নামছে ভারত-

Team India | Asia Cup | Image: Getty Images
Team India | Image: Getty Images

গত ২৪ জুলাই এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ বিন্যাস ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার আটটি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পাশাপাশি মাঠে দেখা যাবে ওমান, সংযুক্ত আরব আমিরশাহী ও হং কং-কে। গ্রুপ-এ’তে টিম ইন্ডিয়ার সঙ্গে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে অভিযান শুরু করছে ‘মেন ইন ব্লু।’ ১৪ তারিখ ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ পর্বে ভারতীয় দলের শেষ ম্যাচ ১৯ তারিখ ওমানের বিপক্ষে। স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর এই মুহূর্তে রিহ্যাব চলছে সূর্যকুমার যাদবের। তিনি এশিয়া কাপ শুরুর আগে ফিট হয়ে উঠবেন কিনা তা নিয়ে সংশয় ছিলো। কিন্তু স্বস্তির খবর মিলেছে সংবাদমাধ্যম সূত্রে। দুবাই ও আবু ধাবি’তে নেতৃত্ব সামলাতে দেখা যাবে মিস্টার ৩৬০-কেই।

এক বছরেরও বেশী সময় টি-২০ ক্রিকেট থেকে দূরে রয়েছেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। এশিয়া কাপে তাঁদেরও ফেরানোর কথা চিন্তা করছে বিসিসিআই। শুভমানের (Shubman Gill) কাঁধে সহ-অধিনায়কত্বের বোঝাও চাপানো হবে বলে গুঞ্জন ক্রিকেটমহলে। এছাড়া গত কয়েক মাসে যাঁরা টি-২০তে নিয়মিত দেশের প্রতিনিধিত্ব করেছেন সেই সঞ্জু স্যামসন, তিলক বর্মা, অভিষেক শর্মাদেরও স্কোয়াডে থাকার সম্ভাবনা। স্কোয়াডের গভীরতা বাড়ানোর জন্য অলরাউন্ডারদের উপর আস্থা রাখতে বরাবরই পছন্দ করেন কোচ গৌতম গম্ভীর। এশিয়া কাপেও (Asia Cup 2025) একই নীতি নিতে পারেন তিনি। হার্দিক পান্ডিয়ার পাশাপাশি দেখা যেতে পারে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর’কে। সম্প্রতি ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্টেই রিজার্ভ বেঞ্চে ছিলেন কুলদীপ যাদব। এশিয়া কাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। খেলবেন বাম হাতি পেসার আর্শদীপ সিং-ও।

চার KKR তারকা ভারতীয় স্কোয়াডে-

Rinku Singh | Asia Cup | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক হিসেবে দুই বার আইপিএল জিতেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মেন্টর হিসেবেও একবার ট্রফি দিয়েছেন ‘সিটি অফ জয়’-এর ফ্র্যাঞ্চাইজিকে। নাইটদের সাথে তাঁর সুসম্পর্কের বিষয়টি সর্বজনবিদিত। সূত্রের খবর এশিয়া কাপের (Asia Cup 2025) সম্ভাব্যদের তালিকাতেও চার জন নাইট তারকাকে রেখেছেন তিনি। গত এক-দেড় বছর ধরে ভারতীয় টি-২০ স্কোয়াডে নিয়মিত ‘ফিনিশার’ রিঙ্কু সিং। আসন্ন টুর্নামেন্টে থাকছেন তিনি। এছাড়া ফর্মে থাকা বরুণ চক্রবর্তীকেও সুযোগ দিচ্ছে বিসিসিআই।

চ্যাম্পিয়ন্স ট্রফিতেভ ঝড় তুলেছিলেন তামিলনাড়ুর রহস্য স্পিনার। দুবাইয়ের মাঠে এশিয়া কাপেও তাঁর দিকে তাকিয়ে থাকবে দল। জসপ্রীত বুমরাহ খেলবেন কিনা তা নিশ্চিত নয়, তাই পেস বিভাগের ধার বাড়াতে রাখা হবে হর্ষিত রাণা’কে। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেতে পারেন রমনদীপ সিং-ও।

Also Read: Asia Cup 2025: এশিয়া কাপে অধিনায়ক সূর্যকুমার, ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াডে শুভমান-যশস্বীরাও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *