৩.মুনাফ প্যাটেল
২০১১ ছিলো মুনাফ প্যাটেলের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ বছর।সেবছর ক্রিকেট বিশ্বকাপে দারুণ ফর্মে পাওয়া যায় মুনাফ কে।সেইবার আট ম্যাচে তিনি নিয়েছিলেন ১১ উইকেট।বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পরেও আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত হয়নি মুনাফের।
এই ভারতীয় পেসারের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত হয় মাত্র পাঁচ বছর।২০০৬ সালে অভিষেককারী এই ক্রিকেটার ১৩ টি টেস্ট ম্যাচ খেলে নেন ৩৫ টি উইকেট।৩৮.৫৪ গড়ে।
অন্যদিকে ৩০.২৬ গড়ে ৭০ টি ওয়ানডে ম্যাচে নিয়েছিলেন ৮৬ উইকেট।যদিও টি টোয়েন্টি ম্যাচে বিশেষ তেমন সুযোগ পাননি মুনাফ।মাত্র তিন ম্যাচ খেলে তিনি নেন চার উইকেট।বর্তমানে তিনি ভদোদরা দলের কোচের দায়িত্বে রয়েছেন।