৪. পীযূষ চাওলা
একসময় ভারতীয় ক্রিকেট দলের ধারাবাহিক সদস্য ছিলেন পীযূষ চাওলা।২০০৬ সালে দেশের হয়ে অভিষেক ঘটে এই স্পীনারের।বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সাবলীল হওয়া পীযূষ কে সুযোগ করে দেয় ২০১১এর ক্রিকেট বিশ্বকাপের দলে।
যদিও বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন তিনি।এক্ষেত্রে তিনি নিয়েছে ছিলেন মাত্র তিনটি উইকেট , যদিও ব্যাট হাতে বিশেষ কিছু করে উঠতে পারেননি।পরবর্তী সময়ে প্রথম একাদশে সুযোগ করে নেওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ে চাওলার পক্ষে, এর অন্যতম কারণ ধারাবাহিকতা।
দেশের হয়ে চাওলা খেলেছেন তিনটি টেস্ট, ২৫ টি ওয়ানডে এবং ৭ টি টোয়েন্টি।ওয়ানডেতে তার রয়েছে ৩২ টি উইকেট, সাতটি টি টোয়েন্টি ম্যাচে ছিলো তার ৪ উইকেট।
জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করেন চাওলা।তাকে ধারাবাহিক খেলতে দেখা যায় আইপিএলেও।এইবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে দেখা যাবে তাকে।