৪ জন ভারতীয় ক্রিকেটার যারা একাধিকবার ছয় মেরে টেস্ট ক্রিকেটে শতরান করেছেন 1

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে টেস্ট ক্রিকেট হলো প্রাচীন এবং চিরাচরিত ফরম্যাট যা খেলার জন্য প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে। টেস্ট ক্রিকেট হলো এমন একটি দীর্ঘ্য ফরম্যাট যেখানে ব্যাটসম্যানদের টেকনিকের পাশাপাশি তাদের ধৈর্যের পরীক্ষাও দিতে হয়। ক্রিকেটের এই ফরম্যাটে একজন ব্যাটসম্যানের কাছে খুব তাড়াতাড়ি রান বানানো অনেকটাই কষ্টের, কারণ এই ফরম্যাটে বোলাররা সারাক্ষন ব্যাটসম্যানদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে থাকে। তাই টেস্ট ক্রিকেটে একজন ব্যাটসম্যান হিসাবে রেকর্ড করাটা যেমন তেমনি খুব সম্মানের। টেস্ট ক্রিকেটে শতরান করতে খুব কম ব্যাটসম্যানকেই দেখা যায় যারা নিজেদের ধৈর্য্য এবং অসাধারণ মাসনসিকতার পাশাপাশি নিজেদের অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে থাকেন। আমরা এখানে এমন ৫জন ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে আলোচনা করবো যারা টেস্ট ক্রিকেট একাধিক শতরান করেছেন ছয় মেরে।

ঋষভ পন্থ

৪ জন ভারতীয় ক্রিকেটার যারা একাধিকবার ছয় মেরে টেস্ট ক্রিকেটে শতরান করেছেন 2

ভারতীয় ক্রিকেটের উদীয়মান তরুণ প্রতিভাদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পন্থ। বাঁহাতি উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে নিজের নাম বানিয়েফেলেছেন পাশাপাশি তিনি ভারতীয় দলকেও বেশ কয়েকবার ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন। বাঁহাতি এই বিধংসী ব্যাটসম্যান এখনো অব্ধি তার টেস্ট কেরিয়ারে ৪২টি টেস্ট ম্যাচ খেলেছেন যার মধ্যে তার ৩টি শতরান রয়েছে। তার এই ৩টি শতরান এর মধ্যে ২টি শতরান তিনি ছয় মেরে সম্পূর্ণ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *