সদ্য ভারতীয় ক্রিকেট দল (Team India) দুবাইয়ের মাটিতে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) শিরোপা জয় করেছে। ভারতীয় দল নিউজিল্যান্ডকে পরাস্ত করে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করেছে। ভারতের এই জয়ের সাথে সাথে ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। তবে, ভক্তদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে তারকা ক্রিকেটারের মৃত্যু।
প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার সৈয়দ আবিদ আলি। একসময় দেশের জার্সিতে দাপিয়ে ক্রিকেট খেলে বেড়িয়েছেন তিনি। জানা গিয়েছে, ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার বেশ কিছু দিন ধরে রোগে ভুগছেন। তবে, গতকাল বুধবার ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে আবিদের বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৬৭ থেকে ১৯৭৪ পর্যন্ত ভারতের হয়ে ২৯টি টেস্ট খেলেছিলেন তিনি। পাশাপশি, ভারতীয় দলের হয়ে ৫ টি ওডিআই ম্যাচও খেলেছিলেন তিনি।
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তারকা অলরাউন্ডার

সমাজমাধ্যমে আবিদের মৃত্যু খবর জানা গিয়েছে তাঁর আত্মীয়দের থেকে। তাছাড়া, নর্থ আমেরিকা ক্রিকেট লীগের কর্তা রেজা খান। হায়দ্রাবাদে জন্ম হয়েছিল অবিদের, এর হায়দ্রাবাদের হয়েই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন তিনি। লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করতেন তিনি, পাশাপশি, জোরে বোলার হিসাবেও বেশ দক্ষ ছিলেন তিনি। ১৯৬৭ সালের ২৩ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দেশের হয়ে খেলার সুযোগ পান আবিদ। ১৯৭৪ সালে দেশের জার্সিতে শেষবার খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন তিনি।
দেশের হয়ে ২৯ টেস্ট থেলে আবিদ ২০.৩৬ গড়ে ১০১৮ রান বানিয়েছেন। তাঁর নামে রয়েছে ছয়টি অর্ধ-শতরান। টেস্ট ফরম্যাটে তার সর্বোচ্চ ব্যাক্তিগত রান ৮১। বল হাতে তাঁর গড় ৪২.১২ এবং উইকেট সংগ্রহ করেছেন ৪৭টি। টেস্ট ক্রিকেটে ৫৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন এটিই তার সবথেকে সেরা বোলিং। ওডিআই ফরম্যাটের কথা বলতে গেলে, তিনি এই ফরম্যাটে ৯৩ রান বানিয়েছেন এবং তার সর্বোচ্চ ৭০, তাছাড়া ২৬.৭১ গড়ে নিয়েছেন সাতটি উইকেট।
প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ছিলেন বড় নাম, ২১২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। ক্যারিয়ার জুড়ে ৮৭৩২ রান বানিয়েছেন এবং ১৩বার শতরান সহ ৩১ বার অর্ধ-শতরান হাঁকিয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রথম শ্রেণীর খেলায় ৩৯৭ টি উইকেট পেয়েছেন। পাশাপশি, ১৪ বার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন তিনি। ঘরোয়া দলের হয়ে ১২টি লিস্ট এ ম্যাচ খেলে ১৬৯ রান বানিয়েছেন এবং ১৯টি উইকেট পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পাকাপাকি ভাবে আমেরিকায় চলে যান আবিদ, ক্যালিফোর্নিয়ায় বাড়ি করে বসবাস করতে শুরু করেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রীদের মতন খেলোয়াড়রা তাঁর মৃত্যুতে শোকাহত।