মারা গেলেন ভারতের আর এক ক্রিকেটার! ক্রিকেট জগতে শোকের ছায়া 1

ভারতের প্রাক্তন অধিনায়ক এবং এক সময়কার কোচ অজিত ওয়াদেকার গত বুধবার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুর আগে তাঁর ঠিক কি অসুস্থতা ছিল তা এখনো জানা যায় নি।

মারা গেলেন ভারতের আর এক ক্রিকেটার! ক্রিকেট জগতে শোকের ছায়া 2

মূলত ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে নেতৃত্ব দেয়ার জন্য এই সাবেক অধিনায়ক সবার কাছে বিখ্যাত। একই বছর তাঁর নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতেছিল ভারত। খেলোয়াড় হিসেবে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর তিনি নব্বই দশকের শুরুর এবং শেষের দিকে ভারতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে।

মারা গেলেন ভারতের আর এক ক্রিকেটার! ক্রিকেট জগতে শোকের ছায়া 3

দীর্ঘ ৮ বছরের টেস্ট ক্যারিয়ারে অজিত ওয়াদেকার ৩৭ টি ম্যাচ খেলে ২১১৩ রান করেছেন। তাঁর টেস্ট ব্যাটিং গড় ছিল ৩১.০৭। একটি শতকের পাশাপাশি ১৪ টি অর্ধশতক হাঁকিয়েছিলেন এই সাবেক তারকা ব্যাটসম্যান। ১৯৬৮ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ার সেরা ১৪৩ রানের ইনিংসটি খেলেছেন তিনি।

ভারতের ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকার। মাত্র দুইটি ওয়ানডেতে ভারতকে প্রতিনিধিত্ব করে ৭৩ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি, প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে ১৫৩৮০ রান করেছিলেন তিনি। এই রান করতে তিনি ৩৬টি সেঞ্চুরি ও ৮৪টি হাফ সেঞ্চুরি হাঁকান। বল হাতেও প্রথম শ্রেনির ক্রিকেটে সফলতা পেয়েছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২১টি উইকেট রয়েছে তাঁর।

মারা গেলেন ভারতের আর এক ক্রিকেটার! ক্রিকেট জগতে শোকের ছায়া 4

নব্বই দশকে ভারত জাতীয় দলের ম্যানেজার হিসেবে কাজ করার সময় দলের নির্বাচক প্যানেলেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে ক্রিকেট পাড়ায়। টুইটারে টুইট করে অনেকেই শোক প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ মোদিও।

চলুন দেখে নিই এমন কিছু টুইটঃ

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *