বিদেশি খেলোয়াড়দের হাতে হাতকড়া পড়ালো BCCI, না খেললেই বনবাস নিশ্চিত !! 1

IPL 2025: দীর্ঘ অবসানের পর অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন আইপিএলের রিটেনশন নিয়ে বড় তথ্য ফাঁস করল। আসন্ন আইপিএলের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়ে ফেললো বড় সিদ্ধান্ত। ২০২৪ সালের আইপিএল শেষ হওয়ার পরেই ফ্রাঞ্চাইজি মালিকরা বিসিসিআইয়ের কাছে বেশ কিছু বিষয়ে আবেদন করেছিল। আসলে প্রতিটি ফ্রাঞ্চাইজি বিদেশি খেলোয়াড়দের নিয়ে অসন্তুষ্ট, তাই ফ্র্যাঞ্চাইজি মালিকরা আইপিএল কর্তৃপক্ষের কাছে একটি বড় আবেদন রেখেছিলেন।

বিদেশি প্লেয়ারদের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিলো BCCI

BCCI, rahul dravid, virat kohli,ipl 2024, t20 wor
BCCI | Image: Getty Images

প্রসঙ্গত, আইপিএল নিলামে দল পাওয়ার পর অনেক বিদেশী খেলোয়াড় আইপিএল থেকে সরে দাঁড়ান যার ফলে প্রতিটি ফ্রাঞ্চাইজি থেকে সমস্যায় ভুগতে হয় এমনকি তার সমতুল্য বিদেশি প্লেয়ার খুঁজতে গাল ঘাম ছুটে যায় ফ্রাঞ্চাইজি কর্তাদের। তবে এই সমস্যা সমাধানে নতুন নিয়ম আনলো আইপিএল কর্মকর্তারা। নিলামে বিক্রি হওয়ার পর না খেললে শাস্তির মুখে পড়তে হবে বিদেশি ক্রিকেটারদের।

Read More: IPL 2025: অর্থের বৃষ্টি আইপিএলে, ফ্র্যাঞ্চাইজিদের বিপুল ধনরাশি খরচের ছাড়পত্র দিলো BCCI !!

শনিবার আইপিএল (IPL) গভর্নিং কাউন্সিলের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানানো হয়েছে কোনও বিদেশি ক্রিকেটার যদি আইপিএলের মেগা নিলামের তালিকায় নিজের নাম নথিবদ্ধ না করেন, তা হলে পরের বছরেও নিলামে তিনি তার নাম নথিভুক্ত করতে পারবেন না। মেগা নিলামে যেহেতু প্রতিটি ফ্রাঞ্চাইজিকে নতুন করে দল গঠন করতে হয় সে কারণে বিদেশি খেলোয়াড়রা বেশিরভাগ সময় নাম লেখাতে চায় না। আসলে মেগা নিলামে খেলোয়াড়দের বেশি পরিমাণ অর্থ পাওয়া সম্ভব খুব কম থাকে তবে ছোট নিলামে প্লেয়ারদের উপরে পয়সার বৃষ্টি করে ফ্রাঞ্চাইজি মালিকরা। বিদেশি প্লেয়ারদের এই ধান্দা রুখতে মস্ত বড় সিদ্ধান্তটা দ্বিধাবোধ করল না ভারতীয় ক্রিকেট বোর্ড।

কঠিন শাস্তি দিলো BCCI

Jay shah, bcci, t20 world cup 2024
Jay Shah | Image: Getty Images

এমনকি কোনও বিদেশি খেলোয়াড় নিলামে বিক্রি হওয়ার পর যদি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তাহলে পরের দুইবছর বছরের নিলামেও নিজেকে নথিভুক্ত করতে পারবেন না। অর্থাৎ, তিনি দু’বছর আইপিএল খেলতে পারবেন না। আগেও বেশ কয়েক খেলোয়াড়কে নিলামে বিক্রি হওয়ার পরেই ব্যাক্তিগত কারণ দেখিয়ে আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন। এর ফলে দলগুলি প্রতিযোগিতার শুরুতে সমস্যা পড়ে। যে কারণে আসন্ন মরশুমের জন্য এই সকল বিদেশি খেলোয়াড়দের শায়েস্তা করতেই বড় সিদ্ধান্ত নিলো বিসিসিআই। জেসন রয় (Jeason Roy), মিচেল স্টার্ক (Mitchell Starc), ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga), হ্যারি ব্রুক (Harry Brook) প্রমুখ প্লেয়াররা আগে এরূপ কাজ করেছেন।

Read Also: IPL 2025: রিটেনশন নিয়ম প্রকাশ করলো বোর্ড, KKR, MI ও SRH-এর ‘বাড়াবাড়ি’ বরদাস্ত করলেন না জয় শাহ’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *