IPL 2025: ভারতের প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তানের স্বাভাবিক জীবনযাত্রা। তবুও এখনও হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তানের সেনারা। ইন্ডিয়ান আর্মিরাও যোগ্য জবাব দিচ্ছে। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে চাপের মুখে পড়েছে পাকিস্তান সুপার লিগ (PSL 2025)। বন্ধের মুখে এই গুরুত্বপূর্ণ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। উল্লেখ্য চলতি পিএসএলে (PSL) একাধিক তারকা বিদেশি ক্রিকেটার অংশগ্রহণ করছেন। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পিসিবি (PCB)। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার চরম বিপাকে পড়েছেন এই ক্রিকেটাররা।
Read More: রোহিত সরতেই ভাগ্য খুললো এই ৩ তরুণ তুর্কি’র, সুযোগ পাবেন ওপেনার হিসেবে !!
চরম বিপাকে ডেভিড ওয়ার্নাররা-

আইপিএলের (IPL 2025) সঙ্গে এই বছর ১১ এপ্রিল থেকে শুরু হয় পাকিস্তান সুপার লিগ (PSL 2025)। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ২৬ টি ম্যাচে সফলতার সঙ্গে আয়োজন করেছে পিসিবি। কিন্তু ভারত বনাম পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে গতকাল পিএসএলের গুরুত্বপূর্ণ পেশাওয়ার জালমি বনাম করাচি কিংসের ম্যাচ বাতিল করে দেওয়া হয়। এইরকম পরিস্থিতিতে নিরাপত্তার কারণে পাকিস্তান ছেড়ে যেতে চাইছেন একাধিক বিদেশি তারকা। কিন্তু চরম সমস্যায় পড়েছেন তারা। কারণ আগামী ৪৮ ঘন্টার জন্য পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে পাকিস্তান সুপার লিগে (PSL 2025) অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটাররা নিজেদের দেশে ফিরতে পারছেন না। উল্লেখ্য এই বছর পিএসএলে বিদেশি ক্রিকেটার হিসেবে করাচি কিংসের হয়ে ডেভিড ওয়ার্নার (David Warner), ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে জেসন হোল্ডার (Jason Holder) এবং র্যাসি ভ্যান ডার ডুসেন অংশগ্রহণ করছেন। এছাড়াও ক্রিস জর্ডান, শাই হোপ (Shai Hope) এবং জশুয়া লিটলের (Joshua Little) মতো তারকা মুলতান সুলতানসের গুরুত্বপূর্ণ সদস্য।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো পিসিবি-

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের যোগাযোগ খুঁজে পায় ভারতীয় সেনা। এর ফলে প্রত্যাঘাত হিসেবে ভারত প্রতিবেশী দেশের ৯ টি জঙ্গি ঘাঁটি রীতিমতো উড়িয়ে দেয়। অন্যদিকে পাকিস্তান ভারতের ওপর ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা চালাচ্ছে। দক্ষতার সঙ্গে তাদের পরিকল্পনা ব্যর্থ করেছে ভারতীয় সেনা। এইরকম পরিস্থিতিতে গতকাল রাউলপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (PSL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচ বাতিল করে দেয় পিসিবি (PCB)। এরপরেই বৈঠকে বসেন পাকিস্তান ক্রিকেটের কর্মকর্তারা। তারা পাকিস্তানে পিএসএল (PSL) বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি এবার আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে। কিন্তু নতুন পিএসএলের ক্রীড়াসূচী এখনও প্রকাশ করা হয়নি।