IPL 2025: এই ৩ ক্রিকেটারের জন্যেই ফ্লপ হায়দ্রাবাদ, প্লে অফের দৌড় থেকে ছটকে গেছে অরেঞ্জ আর্মিরা !! 1

IPL 2025: গত বছর আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফর্মেন্স করে ফাইনালে জায়গা করে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। কিন্তু ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে হায়দ্রাবাদ হারের সম্মুখীন হয়। দলের হয়ে ট্রাভিস হেড থেকে অভিষেক শর্মা (Abhishek Sharma) বিধ্বংসী ফর্মে ছিলেন। এই বছর আইপিএলেও (IPL 2025) দুরন্ত পারফর্মেন্স করে হায়দ্রাবাদ শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করছিলেন সমর্থকরা। কিন্তু ১১ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ইতিমধ্যেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে প্যাট কামিন্সের (Pat Cummins) দল। এখানে ৩ জন এমন ক্রিকেটারদের নিয়ে আলোচনা করা হলো যাদের জন্য প্লে অফে পৌঁছাতে ব্যর্থ হলো হায়দ্রাবাদ।

Read More: IPL 2025: বাতাসে বারুদের গন্ধ, যুদ্ধ পরিস্থিতিতে ভারত ছেড়ে দেশে ফেরার চেষ্টায় বিদেশী তারকারা !!

ট্রাভিস হেড (Travis Head)-

IPL 2025: এই ৩ ক্রিকেটারের জন্যেই ফ্লপ হায়দ্রাবাদ, প্লে অফের দৌড় থেকে ছটকে গেছে অরেঞ্জ আর্মিরা !! 2
SRH | Images: Instagram

গত বছর আইপিএলে হায়দ্রাবাদের (SRH) ওপেনার হিসেবে ট্রাভিস হেড বিধ্বংসী ফর্মে ছিলেন। তিনি একাই ১৫ ম্যাচে ৫৬৭ রান সংগ্রহ করেন। এই অস্ট্রেলিয়ান তারকার ব্যাট থেকে এসেছে ১ টি শতরান ও ৪ টি অর্ধশতরান। ফলে এই বছর আইপিএলের মেগা নিলামের আগে ১৪ কোটি টাকার বিনিময়ে ট্রাভিস হেডকে (Travis Head) ধরে রাখে হায়দ্রাবাদ। কিন্তু চলতি আইপিএলে হেড একেবারেই ছন্দে নেই। তিনি ওপেনার হিসেবে অরেঞ্জ আর্মিদের ভরসা দিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। ১১ ম্যাচে এই তারকা ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে মাত্র ২৮১ রান। ফলে হায়দ্রাবাদের প্লে অফে পৌঁছাতে না পারার পিছনে এই তারকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ঈশান কিষাণ (Ishan Kishan)-

IPL 2025: এই ৩ ক্রিকেটারের জন্যেই ফ্লপ হায়দ্রাবাদ, প্লে অফের দৌড় থেকে ছটকে গেছে অরেঞ্জ আর্মিরা !! 3
SRH | Images: Instagram

ঈশান কিষাণ দীর্ঘদিন মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) মতো সফল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই দল থেকেই আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নিয়েছেন। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে এই তারকা ব্যাটসম্যান ১৪ ম্যাচে ৩২০ রান সংগ্রহ করেছিলেন। ফলে ঈশান কিষাণকে (Ishan Kishan) এই বছর আইপিএলের মেগা নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ ১১.২৫ কোটি টাকার বিনিময়ে দলে তুলে নেয়। কর্মকর্তারা মনে করেছিলেন এই তারকা ব্যাটসম্যান দুরন্ত পারফর্মেন্স করে দলকে সফলতা এনে দেবেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে হায়দ্রাবাদের হয়ে ৪৭ বলে অপরাজিত ১০৫ রান সংগ্রহ করে চমক দেন ঈশান কিষাণ (Ishan Kishan)। কিন্তু এরপর আর ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ১১ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৯৬ রান। মিডল অর্ডারের হায়দ্রাবাদের প্রয়োজনের সময় হাল ধরতে ব্যর্থ হয়েছেন ঈশান।

মহম্মদ শামি (Mohammed Shami)-

IPL 2025: এই ৩ ক্রিকেটারের জন্যেই ফ্লপ হায়দ্রাবাদ, প্লে অফের দৌড় থেকে ছটকে গেছে অরেঞ্জ আর্মিরা !! 4
SRH | Images: Instagram

ভারতের অন্যতম তারকা পেসার মহম্মদ শামি (Muhammed Shami)। ২০২৩ আইপিএলে গুজরাট টাইটান্সের (GT) হয়ে ১৭ ম্যাচে ২৮ টি উইকেট সংগ্রহ করে পার্পেল ক্যাচ জয় করেছিলেন ‌শামি। ফলে এই বছর মেগা নিলামে ১০ কোটি টাকার বিনিময়ে হায়দ্রাবাদ শামিকে (Muhammed Shami) দলে নেয়। মনে করা হচ্ছিল চলতি আইপিএলেও এই তারকা পেসার বল হাতে রীতিমতো জ্বলে উঠবেন। কিন্তু হায়দ্রাবাদের বোলিং বিভাগকে ভরসা দিতে পারেননি শামি। ৯ ওভারে মাত্র ৬ টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। চলতি আইপিএলে শামির (Mohammed Shami) ইকোনমি রেট ১১.২৩। এমনকি এই বছর আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৭৫ রান খরচ করে আইপিএলের ইতিহাসে এক ইনিংসের দ্বিতীয় বোলার হিসেবে সবচেয়ে বেশি রান দিয়েছেন শামি। ফলে এই তারকার ব্যর্থতাও দলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে।

Read Also: BREAKING NEWS: যুদ্ধ পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর, বন্ধই হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *