কে এস ভরত 
এই বছর আইপিএল এর দ্বিতীয় ভাগে তিনি অসাধারন ব্যাটিং দেখিয়ে সমগ্র ক্রিকেট বিশ্বের মন করে নিয়েছেন। তরুণ এই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান একজন ওপেনার ব্যাটসম্যান হিসাবেও বেশ সফল। তাই আগামী মেগা নিলামে তিনি বেশ মোটা টাকার বেতনে নতুন দল পেতে চলেছেন সে কথা বলাই চলে।