IPL 2022: প্রথমবার অবিক্রীত ৫ জন ভারতীয় ক্রিকেটার, যারা পরবর্তী আইপিএলে মোটা অঙ্কের টাকা পেয়েছেন !! 1
Ruturaj Gaikwad of Chennai Superkings hit a boundary during match 49 of season 13 of the Dream 11 Indian Premier League (IPL) between the Chennai Super Kings and the Kolkata Knight Riders held at the Dubai International Cricket Stadium, Dubai in the United Arab Emirates on the 29th October 2020. Photo by: Saikat Das / Sportzpics for BCCI

রিয়ান পরাগ

IPL 2022: প্রথমবার অবিক্রীত ৫ জন ভারতীয় ক্রিকেটার, যারা পরবর্তী আইপিএলে মোটা অঙ্কের টাকা পেয়েছেন !! 2

তরুণ ভারতীয় ক্রিকেটার যিনি আইপিএল এ অসাধারণ অলরাউন্ড পারফর্মেন্স করে দেখিয়েছেন। আসামিস এই ক্রিকেটার একধারে যেমন মিডল অর্ডার ব্যাটসম্যান ঠিক তেমনি বল হাতেও তিনি যথেষ্ট সফল এবং তিনি একজন অসাধারণ ফিল্ডার। আগামী আইপিএল মেগা নিলামে তিনি তার পারফর্মেন্সের ওপর ভিত্তি করে বেশ মোটা বেতন পেতে পারেন সে কথা বলাই চলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *