অর্শদীপ সিং
বাঁহাতি তরুণ ফাস্ট বোলার অর্শদীপ সিং যিনি এই বছর আইপিএল এর অন্যতম তরুণ প্রতিভা। ভারতীয় ক্রিকেট বহু বছর ধরে একজন বাঁহাতি ফাস্ট বোলারের খোঁজ করে চলেছে কিন্তু অনেক ফাস্ট বোলার এলেও তারা সেই ভাবে নিজেদের প্রমান করতে ব্যর্থ। তাই ক্রিকেট বিশারদরা মনে করছেন অর্শদীপ সিং যেমন নতুন বলে সুইং করতে সক্ষম ঠিক তেমনি তিনি ডেথ ওভার স্পেশালিস্ট। তাই তিনি খুব তারতারি ভারতীয় সিনিয়র দলে সুযোগ পাবার দাবি রাখেন।