২.ভূবনেশ্বর কুমার
দীর্ঘদিন ধরেই চোটে আঘাতে ভুগছি ভারতীয় ক্রিকেট দলের পেসার ভুবনেশ্বর কুমার। ২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপের পর থেকেই তিনি জাতীয় দলের হয়ে পড়েছেন অনিয়মিত সদস্য। ” এনসিএ ” দীর্ঘদিন সময় কাটিয়েছেন চোট কাটিয়ে ওঠার সূত্রে।পরবর্তী সময় তিনি ফিরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সফরে।কিন্তু টি টোয়েন্টি সিরিজে খেলাকালীন ফের চোট পেয়ে ছিটকে যেতে হয় তাকে।
এরপর স্ক্যান করা হলে জানা যায় “স্পোর্টস হার্নিয়া” ধরা পড়ে তার।অস্ত্রোপচারের পর এইমুহুর্তে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ভূবনেশ্বর।যদিও ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তার খেলতে নামার কোনও সম্ভাবনা নেই। এবছর আইপিএলে নিজের দলের হয়ে প্রত্যাবর্তন করবেন তিনি এমনটাই মনে করা হচ্ছে ।