বর্তমানে ক্রিকেটারদের সারা বছরই ব্যস্ততার মধ্য দিয়ে কাটাতে হয়। বিশ্ব জুড়ে টি-২০ ক্রিকেট ও বিভিন্ন টি-২০ লীগের প্রসারের কারনে ক্রিকেটাররা এখন আগের চেয়ে অনেক অনেক বেশি ম্যাচ খেলে। যার ফলে পেশাদার ক্রিকেটাররা অবসরের সুযোগ পান না বললেই চলে। তবে অনেক কিছুই আছে যেগুলো ক্রিকেটাররা খেলার বাইরে করতে পছন্দ করেন।
এখানে আমরা এমন ৫ টি দিক উল্লেখ করবো যেগুলো ক্রিকেটাররা উপভোগ করেন রিফ্রেশমেন্টের জন্যঃ
১. বিরাট কোহলি, জিম
আমরা সকলেই জানি বিরাট কোহলি জিম করায় আসক্ত। গত চার বছরে এই ক্রিকেটার ফিটনেসের ক্ষেত্রে অনেক উন্নতি করেছেন এবং প্রায়ই জিমে যেতে পছন্দ করেন। ভারতীয় এই অধিনায়ক তাঁর ফিটনেসের উপর কঠোর পরিশ্রম করেছেন এবং পরিবর্তনটি স্পষ্টতই। এছাড়া কোহলির ফিটনেস তাকে শীর্ষ পর্যায়ে সফল হতে সাহায্য করেছে। তাই কোহলি পুরো ভারত দলকেই ফিটনেসের ব্যাপারে আগ্রহী হতে অনুপ্রাণিত করেছে যা ভারতীয় ক্রিকেটকে আরও নতুন উচ্চতায় উন্নীত করার জন্য সাহায্য করেছে।