TOP 5: পাঁচজন তারকা যারা সূর্যকুমারের বদলে ভারতীয় টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দিতে পারেন !! 1

৫) কেএল রাহুল-

Ind vs aus
KL Rahul | Image: Getty Images

কারণ: শান্ত স্বভাবের ব্যাটসম্যান হিসেবে পরিচিত কেএল রাহুল (KL Rahul)। তিনি মাথা ঠান্ডা করে দলের গুরুত্বপূর্ণ সময় একদিক থেকে ধরে রেখে ইনিংস এগিয়ে নিয়ে যান। ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করছেন এই তারকা। অভিজ্ঞতার সঙ্গে এই বছর আইপিএল (IPL 2025) সহ ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দুরন্ত ফর্মে ছিলেন রাহুল।

স্যাটাস: জাতীয় দলের নিয়মিত সদস্য কেএল রাহুল (KL Rahul)। বর্তমানে দুরন্ত ফর্মে থাকার কারণে সূত্র অনুযায়ী তিনি আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলের জায়গা পাবেন।

অভিজ্ঞতা: কেএল রাহুল (KL Rahul) প্রয়োজনে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আন্তর্জাতিক মঞ্চে তিনটি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে দল দুটি ম্যাচে জয় লাভ করেছে। এছাড়াও জাতীয় দলের হয়ে ১২ ওডিআই ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। এর মধ্যে ৮ ম্যাচে জয় পেয়েছে ভারত। এছাড়া তিনি দেশের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন এবং এই ম্যাচে জয়লাভ করেছেন। আইপিএলেও (IPL 2025) সফলতার সঙ্গে তিনি নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। ফলে তার মতো একজন অভিজ্ঞ অধিনায়ক ভারতীয় টি-টোয়েন্টি দলে এলে একাধিক সাফল্য এনে দিতে পারেন।

Read Also: TOP 5: এই ৫ কারণেই ভারত বনাম পাকিস্তানের মহারণকে বলা হয় ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *